Bollywood

রজনীকান্ত সবচেয়ে বড় সুপারস্টার? মানছেন না নানা পাটেকর

গোটা দুনিয়ায় সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে উন্মাদনা চলছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ছবিটি। তবে ‘কাবালি’র উন্মাদনার ঝড়েও এক নামী অভিনেতা মনে করেন রজনীকান্ত সব থেকে বড় সুপারস্টার নন। চমকে গেলেন! তিনি নানা পাটেকর। হঠাত্ কেন এমন বললেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ১৩:১১
Share:

গোটা দুনিয়ায় সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ নিয়ে উন্মাদনা চলছে। একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই ছবিটি। তবে ‘কাবালি’র উন্মাদনার ঝড়েও এক নামী অভিনেতা মনে করেন রজনীকান্ত সব থেকে বড় সুপারস্টার নন। চমকে গেলেন! তিনি নানা পাটেকর। হঠাত্ কেন এমন বললেন তিনি?
রজনীকান্ত কি সুপারস্টার? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রজনীকান্তের নাম না করে নানা বলেন, “আমার মনে হয় ছবির গল্পই হল আসল সুপারস্টার। ছবির গল্প যদি ভাল হয় এবং ফিল্ম যদি ভাল করে বানানো যায়, তা হলে নবাগত নায়ক থাকলেও ছবি হিট হবে। ভক্তরা তাঁদের প্রিয় তারকার টানে ছবি দেখতে গেলেও তা বড় জোর ২ থেকে ৩ দিন চলতে পারে। কিন্তু ছবির গল্প ভাল না হলে ছবিতে যত বড় সুপারস্টারই থাক না কেন ছবি ফ্লপ হবে। ফিল্মের ইতিহাসে এর উদাহরণও প্রচুর।”
নানা মনে করেন একটা ভাল টিত্রনাট্য, একটা ভাল ফিল্ম একজন অভিনেতাকে স্টার বা সুপারস্টার বানাতে পারে। নানার মতে, “আজকাল চিত্রনাট্যকারদের গুরুত্ব অনেক বেড়েছে। আমার মনে হয় ছবির গল্পই আসল হিরো। গল্প ভাল না হলে ছবি কিছুতেই সফল হতে পারে না।”

Advertisement

সুপার হিট ছবি তৈরির ক্ষেত্রে নায়কদের চেয়ে সেলিম খান, জাভেদ আখতারের মতো চিত্রনাট্যকারদের কৃতিত্বকেই বড় করে দেখতে চান ‘নটসম্রাট’ নানা পাটেকর।

Advertisement

আরও পড়ুন...
অজানা ‘ক্ষত’র খোঁজে দুঃসাহসী অভিযান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement