প্রিয়ঙ্কা চোপড়া। ছবি-রয়টার্স
হঠাৎ কী হল প্রিয়ঙ্কা চোপড়ার? ‘চোপড়া’ থেকে রাতারাতি ‘সিংহ’ হয়ে গেলেন তিনি! অবাক হচ্ছেন? ভাবছেন তা কী করে সম্ভব? এমনটাই হয়েছে। শুক্রবার দুপুরে গুগল ক্রোম এবং ফায়ারফক্স ব্রাউজারে প্রিয়ঙ্কার নাম সার্চ করলেই চোপড়া বা জোনাস নয়, দেখাচ্ছে প্রিয়ঙ্কা সিংহ!
যদিও উইকিপিডিয়া-র পেজটি খুললে আবার তাঁর নাম প্রিয়ঙ্কা চোপড়াই দেখা যাচ্ছে। ব্যাপারটা নেটিজেনদের নজরে আসতেই বিষয়টা রাতারাতি ভাইরাল হয়ে যায়। মজার মজার মিম-ও ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল সাইটে।
সার্চ করলে সিংহ দেখা যাচ্ছে। নিজস্ব চিত্র
আরও পড়ুন-‘চোপড়া’ থেকে রাতারাতি প্রিয়ঙ্কা সিংহ! পিগি চপ্স-এর হলটা কী?
আরও পড়ুন-কেনিয়ায় একান্তে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রণবীর-আলিয়া
যেহেতু গুগল ক্রোম এবং ফায়ারফক্স দুটি ব্রাউজারেই একই জিনিস দেখা যাচ্ছে তাই প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুগল সার্চ ইঞ্জিনের কোনও ‘বাগ’ অর্থাৎ ত্রুটির ফলেই এমনটা হয়েছে। যদিও এখনও পর্যন্ত গুগল-এর তরফে এর কোনও ব্যাখ্যা মেলেনি।
গত বছর ডিসেম্বরে নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়ঙ্কা। নিজের চোপড়া পদবির সঙ্গে যোগ করেন নিকের জোনাস পদবিও। কিন্তু চোপড়া, জোনাস ছেড়ে হঠাৎ করে তিনি ‘সিংহ’ কী করে হয়ে গেলেন তা নিয়ে রহস্যএখনও কাটেনি।