আবীর চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
শীতের পড়ন্ত বিকেল। সূর্য প্রায় অস্ত যায় যায়। মাঝগঙ্গায়ে আচমকাই দেখা গেল আবীর চট্টোপাধ্যায়কে৷ দূর থেকে অনেকেই প্রিয় নায়ককে চিনতে পেরে তখন হাত নাড়ছেন৷ কিন্তু সপ্তাহের মাঝে ‘ক্রুজ’-এ কী করছেন আবীর? উপলক্ষ, তাঁর নতুন ছবির গান লঞ্চ৷ ‘হইচই স্টুডিয়ো’র প্রথম ছবি ‘শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে’৷ পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবালয় ভট্টাচার্য৷ আর সঙ্গীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়৷ গঙ্গাবক্ষে মুক্তি পেল ছবির প্রথম গান।
দীপক চট্টোপাধ্যায় হলেন স্বপনকুমারের মস্তিষ্কপ্রসূত একটি চরিত্র৷ অনেকেই গোয়েন্দা চরিত্র বলেই নামকরণ করেন৷ তবে পরিচালক দেবালয় ফেলুদা, ব্যোমকেশের সঙ্গে দীপককে মিশিয়ে ফেলতে নারাজ৷ আনন্দবাজার অনলাইনকে তিনি বললেন, ‘‘এটা কিন্তু ফেলুদাদের মতো গোয়েন্দা চরিত্র নয়৷ আমাদের এই বাস্তব জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছি৷ এই চরিত্র সেই পুরনো দিনগুলো ফিরিয়ে দেবে।’’
অন্য দিকে আবীরকেও আগে ফেলুদা-ব্যোমকেশ চরিত্রে দেখেছেন দর্শক। প্রসঙ্গ উঠতেই আবীর বললেন, ‘‘আমরা আর কিছু বলতে চাই না৷ এই চরিত্রের সঙ্গে একমাত্র আমার পদবীরই মিল রয়েছে আর কোনও মিল নেই। এই ছবিটা করতে গিয়ে পরিচালকের উপরই পুরোটা ছেড়ে দিয়েছিলাম৷ এ বার দর্শকের প্রতিক্রিয়ার পালা।’’
প্রথম বার বড় পর্দার জন্য গান গাইলেন শিল্পী ঋষি পাণ্ডা৷ আনন্দবাজার অনলাইনকে বললেন, ‘‘আমার কেরিয়ারের প্রথম ছবির গান এই ভাবে লঞ্চ হচ্ছে খুবই উত্তেজিত। মানুষের ভালবাসা পাব আশা করি।’’ ১২ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।