Sajid–Wajid

‘আমার গানে বেঁচে থাকবে ওয়াজিদ’

মাসখানেক হল, হারিয়েছেন নিজের ভাই ওয়াজিদকে। প্রতি মুহূর্তে তাঁর কথাই মনে পড়ছে সুরকার সাজিদ খানের। প্রত্যেকটা মুহূর্ত ওয়াজিদ তাঁর সঙ্গেই রয়েছেন বলে মনে করেন সাজিদ।

Advertisement
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০০:২২
Share:

সাজিদ।

এই প্রথম ওয়াজিদ খানকে ছাড়া একা কোনও শোয়ে উপস্থিত সাজিদ খান। ইন্ডাস্ট্রিতে সাজিদ-ওয়াজিদ ছিল অবিচ্ছেদ্য এক জুটি। লকডাউনে কিডনি ফেলিয়োর হয়ে মারা যান ওয়াজিদ। কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ওয়াজিদ তাঁর সঙ্গেই রয়েছেন বলে মনে করেন সাজিদ। সুরকারের কথায়, ‘‘আমার এখনও বিশ্বাস হয় না যে, ওয়াজিদ আর আসবে না। এখনও ওর কথা ভেবে কেঁদে ফেলি। কখনও ভাবিনি যে, ওয়াজিদকে ছাড়া শো করব। এখন কাজের পরিবেশ অনেক সিরিয়াস হয়ে গিয়েছে। কথা বলার মতো, মজা করার মতো কেউ নেই। কিন্তু পরিবারের জন্য, আমাদের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গীত সৃষ্টি করে যেতেই হবে। তাই কাজেও ফিরতে হবে।’’

Advertisement

দীর্ঘ লকডাউনের পরে ইন্ডিয়ান প্রো-মিউজ়িক লিগে দিল্লি টিমের ক্যাপ্টেনের ভূমিকায় দেখা যাবে সাজিদ খানকে। তাঁর সহ-ক্যাপ্টেন নেহা ভাসিন। এই শোয়ে এসে আরও বেশি করে মনে পড়ছে ওয়াজিদের কথা, ‘‘এই গানের শো অনেকটা ক্রিকেট ম্যাচের মতো। ওয়াজিদের খুব প্রিয় খেলা ছিল ক্রিকেট। অনেক ক্রিকেট তারকা ওঁর বন্ধুও ছিল। তাই এখানে ওকে খুব মিস করছি।’’

অতিমারির মধ্যে এত টিম একসঙ্গে শুট করছে। তার জন্য ভয় করছে কি? সব রকম নিরাপত্তা মানা কি সম্ভব হচ্ছে? ‘‘সেট স্যানিটাইজ় করা থেকে শুরু করে কোভিড গাইডলাইন মেনেই সব ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবারের ব্যাপারে খুব সাবধান থাকছি।’’

Advertisement

গত অক্টোবরে সলমন খান, সোহেল খানের সঙ্গে কেক কেটে ওয়াজিদের জন্মদিনও উদ্‌যাপন করেছেন সাজিদ। এ ভাবেই ওয়াজিদকে প্রত্যেক মুহূর্তে বাঁচিয়ে রাখতে চান তিনি। বললেন, ‘‘ও সব সময়ে আমার সঙ্গেই আছে। আর আমার গানের মধ্যেই ওকে বাঁচিয়ে রাখব।’’ সাক্ষাৎকারের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ভাইয়ের কথাই বলে গেলেন সুরকার। আপাতত ‘রাধে’ ছবির মিউজ়িক নিয়ে ব্যস্ত সাজিদ।

নবনীতা দত্ত

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement