মুনমুন দত্ত
গ্রেফতার হলেন মুনমুন দত্ত? টুইটারে ট্রেন্ড চলছে, ‘গ্রেফতার করা হোক মুনমুনকে’। তার পরেই থানায় ডাকা হয় ‘তারক মেহ্তা কী উল্টা চশমা’-র ‘ববিতাজি’-কে। সেখান থেকেই ধারণা করা হয়, টেলি-অভিনেত্রী গ্রেফতার হয়েছেন। যদিও ভুল ভাঙান নিজেই।
মুনমুন জানান, তাঁকে থানায় নিয়ে গিয়ে কেবল জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতার করা হয়নি। ঘণ্টা কয়েক পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। গত বছর একটি ইউটিউব ভিডিয়ো প্রকাশ করার পরে তাঁর বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী মন্তব্য’-এর অভিযোগ ওঠে। মামলা দায়ের করা হয় টেলি-অভিনেত্রীর বিরুদ্ধে।
মুনমুনের কথায়, ‘‘আমাকে গ্রেফতার করা হয়নি। মিথ্যে খবর রটানো হচ্ছে আমাকে নিয়ে। এমনকি, আদালত থেকে আমাকে আগেই অন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়েছে গত শুক্রবার। পুলিশ আধিকারিকরা অত্যন্ত ভাল ব্যবহার করেছে আমার সঙ্গে। আমিও সহযোগিতা করছি তাঁদের সঙ্গে।’’