‘কাতিল’, ‘ইদগাহ্’ অথবা ‘কফন’— মুন্সী প্রেমচন্দের ছোটগল্পের ভুবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাই কথা বার বার উঠে আসে। আর তা হল মানবিকতা। ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের অন্ধ গলির বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। প্রেমচন্দের ১৩৫তম জন্মবর্ষিকী উপলক্ষে মুম্বইতে আয়োজিত হয়েছে ১০ দিন ব্যাপী এক নাট্যোৎসব। এই ১০ দিনে লেখকের ১৩৫টি কাহিনিকে মঞ্চস্থ করতে উদ্যোগ নিয়েছেন মুজিব খান। এর পরিকল্পনা তাঁরই। ৩০ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত ‘প্রেম উৎসব’-এর প্রযোজনায় রয়েছে দ্য আইডিয়াল ড্রামা অ্যান্ড এন্টারটেনমেন্ট একাডেমি।