Mohar

‘মোহদীপ’-এর মোহে বুঁদ দর্শক, তৃতীয় ‘রাণী রাসমণি’, ‘কৃষ্ণকলি’

 মোট ৭১৯ পেয়ে স্টার জলসা এগিয়ে। জি বাংলার স্কোর ৬৭৪।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ২১:১৭
Share:

দর্শক ‘মোহদীপ’-এর মোহে বুঁদ।

বিয়ের পর্ব এখনও চলছে ‘মোহর’-এ। ফলে, দর্শক ‘মোহদীপ’-এর মোহে বুঁদ। এই একই টানে দর্শক টানছে স্টার জলসার আর এক ধারাবাহিক ‘খড়কুটো’। সংগ্রহে ১১ পয়েন্ট। নিজের বর নিজেই দেখতে ছুটে এসে, নিজের বিয়ের আসরে নেচে নতুন ট্রেন্ড তৈরি করে ফেলল গুনগুন।

Advertisement

তৃতীয় স্থানে এ বার জি বাংলার দু’টি ধারাবাহিক ‘রাণী রাসমণি’ এবং ‘কৃষ্ণকলি’। টাইম লিপ, শ্যামা, নিখিলের নতুন লুক ফের আকৃষ্ট করেছে দর্শকদের। তারা পেয়েছে ৯.৯। চতুর্থ স্থানেও জোড়া মেগা ‘শ্রীময়ী’ ও ‘সাঁঝের বাতি’। ৯.৪ তাদের ঝুলিতে। ৮.৭ পেয়ে যমুনা ঢাকি পঞ্চম।

মোট ৭১৯ পেয়ে স্টার জলসা এগিয়ে। জি বাংলার স্কোর ৬৭৪।

বাকিরা কে, কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে—

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement