মোহর ও শঙ্খ।
সপ্তাহ ঘুরে ফের টিআরপি রেটিংয়ে প্রথম স্টার জলসার ‘মোহর’। ১১.৭ পেয়ে। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর অন্যতম কর্ণধার এবং চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন, বাঙালি বিয়ে দেখতে খুব ভালবাসে। নানা রকম রীতি-রেওয়াজের জন্য। বিয়ে দু’টি মানুষের জীবন সারা জীবনের জন্য একসঙ্গে বেঁধে দেয় বলে। সেই বিয়ে যদি মোহর-শঙ্খের হয় তা হলে তো সোনায় সোহাগা। দর্শক সোফা ছেড়ে নড়বেই না! তারই ফলাফল রেটিং চার্টে।
খুঁটিয়ে বিয়ের অনুষ্ঠান দেখাচ্ছে ওই চ্যানেলেরই আর এক ধারাবাহিক ‘খড়কুটো’-ও। সৌজন্য-গুনগুনের ‘এই ভাব এই আড়ি’ আবহেই জমে গিয়েছে গায়ে-হলুদ পর্ব। ১০.৮ পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চার্টে। তৃতীয় ‘করুণাময়ী রাসমণি’। তার সংগ্রহে ১০.৪ পয়েন্ট। চতুর্থ স্থানে ‘শ্রীময়ী’, সংগ্রহে ৯.৬। রেটিংয়ে ৯.৪ পেয়ে পঞ্চম ‘কৃষ্ণকলি’। ১৮ বছরের টাইম লিপ কি ততটা প্রভাব ফেলতে পারেনি ধারাবাহিকে?
মোট ৭১৩ পেয়ে স্টার জলসা এগিয়ে। জি বাংলার স্কোর ৬৫৯।
আরও পড়ুন: রাধিকার সম্মান রাখতে ফ্যাশন শো-এ হাঁটবেন ঠাম্মি?
বাকিরা কে, কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে—
আরও পড়ুন: টলিউডের সব চরিত্রেই মাকে কপিপেস্ট করি, ‘মোহমায়া’র ‘লুক’ নিয়ে বললেন স্বস্তিকা