ইকবাল
ছোট পর্দার জনপ্রিয় তারকা ইকবাল খান এ বার ওয়েবে। বড় পর্দায়ও অভিনয় করেছেন তিনি। তবে তাঁর জনপ্রিয়তা ‘ক্যায়সা ইয়ে পেয়ার হ্যায়’-এর অঙ্গদ খন্না হিসেবেই। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ় ‘ক্র্যাকডাউন’-এ জ়োরাওয়ারের ভূমিকায় রয়েছেন ইকবাল। সিরিজ়ে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকে দেখা যাচ্ছে তাঁকে। কী ভাবে পেলেন সিরিজ়ের প্রস্তাব? ইকবালের কথায়, ‘‘অনেক দিন ধরেই ওয়েবে কাজ করার ইচ্ছে ছিল। এই স্পেসে এখন অনেক রকমের কাজ হচ্ছে। আর এই সিরিজ়ের পরিচালক অপূর্ব লাখিয়া আমার স্কুলে পড়তেন। যোগাযোগ তো ছিলই। তার সূত্রেই ওয়েবে সুযোগ আসে।’’
তবে শুধু ওয়েবের গণ্ডিতে নিজের কাজ সীমাবদ্ধ রাখতে চান না। ফের বড় পর্দায় কাজের জন্যও আগ্রহী তিনি। ইকবাল বললেন, ‘‘ওটিটি খুব ভাল স্পেস বটে। কিন্তু বড় পর্দাকে রিপ্লেস করতে পারবে না। অন্ধকার ঘরে বসে, হল জুড়ে গমগমে সাউন্ড-সহ ছবি দেখার যে ম্যাজিক, তা কিন্তু ওয়েবে বা টিভিতে নেই। তবে ওয়েবেও অনেক ধরনের কাজ হচ্ছে, নতুন কনটেন্ট পাচ্ছেন দর্শক।’’
কাশ্মীরে জন্ম ও পড়াশোনা হলেও এখন মুম্বইয়ের বাসিন্দা ইকবাল। এই শহরেই স্ত্রী-কন্যাকে নিয়ে তাঁর সংসার। মা-বাবা, দিদির প্রতিও শ্রদ্ধাশীল অভিনেতা। পরিবারের অপমান সহ্য করতে পারেন না। তাই সম্প্রতি টুইটার ছেড়েও বেরিয়ে গিয়েছেন। ‘‘কখনও মাকে তুলে কটু কথা, কখনও দিদিকে, স্ত্রীকে, মেয়েকে... এ সব আর মেনে নেওয়া যায় না। তাই বেরিয়ে এসেছি,’’ স্পষ্ট জবাব ইকবালের।
মানবজাতিকে নিয়েও নিজের উদ্বেগ প্রকাশ করলেন তিনি। লকডাউনে জীবনকে অন্য ভাবে দেখতে শিখেছেন অভিনেতা।
তাঁর কথায়, ‘‘আমরা এখনও যদি এই অতিমারি থেকে শিক্ষা না নিই, তা হলে আর কিছুই অবশিষ্ট থাকবে না আমাদের জন্য।’’ পরবর্তী প্রজন্মের জন্য স্বর্গের মতো সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি সকলকে।