Mimi Chakraborty

প্রথমবার দুর্গা সেজে কী বলছেন মিমি?

দুর্গা হচ্ছেন মিমি চক্রবর্তী। এক জনপ্রিয় চ্যানেলে এ বারের মহালয়ায় মাতৃরূপে দেখা যাবে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ১১:৩৪
Share:
দুর্গা হচ্ছেন মিমি চক্রবর্তী। ছবি ফেসবুক থেকে নেওয়া।

দুর্গা হচ্ছেন মিমি চক্রবর্তী। ছবি ফেসবুক থেকে নেওয়া।

দুর্গা হচ্ছেন মিমি চক্রবর্তী। এক জনপ্রিয় চ্যানেলে এ বারের মহালয়ায় মাতৃরূপে দেখা যাবে তাঁকে। মাস্ক লাগিয়ে ত্রিপল বিতরণ নয়, বিচ সাইডে হ্যান্ডসাম হিরোর সঙ্গে জমিয়ে রোম্যান্সও নয়। অভিনেত্রী-সাংসদের হাতে থাকবে ত্রিশুল আর গায়ে বাহারি গয়না।

Advertisement

প্রথম বার দুর্গা, বুক কি ঢিপঢিপ মিমির? “চাপ তো রয়েছেই। প্রথম বার। আমি তো চেষ্টা করেছি ১০০%-এরও বেশি দেওয়ার। অনেক নতুন নতুন অ্যাকশন সিন দেখান হয়েছে এ বারে”, বলছিলেন মিমি। আর অসুর বধ? অসুরের সঙ্গে যুদ্ধ? মিমির কথায়, “ফাইট সিকোয়েন্স সত্যিই খুব চাপের ছিল। একে ভারি ভারি গয়না। সাজপোশাক। তবে মায়ের আশীর্বাদে সবটাই উতরে গিয়েছে”।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। রাম-সীতা চরিত্রে থাকছেন জিতু কমল ও মধুমিতা সরকার। রাবণ সাজছেন রাজেশ শর্মা। নায়িকা হিসেবে আগেই মন জিতেছেন, সাংসদ হিসেবেও নম্বর ভালই। ‘দুর্গা’ মিমির মার্কস কেমন আসবে? বলবে সময়...

Advertisement

দুর্গার সাজে মিমি।

আরও পড়ুন: সুশান্ত-মামলায় রিয়াকে শীঘ্রই তলব করবে সিবিআই

আরও পড়ুন: ধর্ষণ ও খুনের ভার্চুয়াল হুমকিতে নাকাল অভিনেত্রীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement