Ankush Hazra

Ankush-Mimi: চার বছর পর ফের একসঙ্গে মিমি-অঙ্কুশ, দুবাই থেকে ফিরলেন শ্যুটিং সেরে

২০১৮ সালে মুক্তি পেয়েছিল মিমি-অঙ্কুশের ‘ভিলেন’। চার বছর পর আবার জুটি বাঁধলেন দু’জনে। দুবাইয়ে হল তার শ্যুটিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২২ ২০:৩৯
Share:

একসঙ্গে মিমি-অঙ্কুশ?

চার বছর পর তাঁরা ফিরছেন একসঙ্গে। মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি শেষ বার পর্দায় এসেছিলেন ‘ভিলেন‘ ছবিতে। তার পর অঙ্কুশ জুটি বেঁধেছেন ঐন্দ্রিলার সঙ্গে। মিমি মন দিয়েছেন একটু অন্যধারার ছবিতে।

Advertisement

তবু ভক্তদের অপেক্ষা ছিল বহু দিনের। আবারও কবে একসঙ্গে দেখা যাবে মিমি-অঙ্কুশকে। সেই অপেক্ষাই ফুরোতে চলেছে এ বার। অঙ্কুশ-মিমি অবশ্য একসঙ্গে ছবি করছেন না। বড়পর্দায় দেখা যাবে না তাঁদের। সূত্র বলছে, একটি আন্তর্জাতিক সংস্থা মুখ হিসেবে জুটি বেঁধেছেন দুই তারকা।

তাদেরই বিজ্ঞাপনে দেখা যাবে দুই তারকাকে। ইতিমধ্যে শ্যুটিংও সারা। দুবাইয়ে বেশ কয়েক দিন সেই শ্যুট শেষ করে কলকাতায় ফিরেছেন দুই নায়ক-নায়িকা। কখনও বিদেশের রাস্তায়,কখনও আবার বারান্দায়। মিমির ভাগ করে নেওয়া শেষ কয়েক দিনের ছবি তৈরি করেছিল নানা রকম প্রশ্ন।

Advertisement

তারই মধ্যে অঙ্কুশকেও দেখা গিয়েছে বুর্জ খালিফার ছবি তুলতে। অনুরাগীদের কৌতূহল ছিল, হঠাৎ দুবাইয়ে কী করছেন দু’জনে? সেই উত্তরই মিলল এ বার। এই প্রথম টলিপাড়ার কোনও জুটিকে আন্তর্জাতিক সংস্থার মুখ হিসেবে দেখবে দর্শক।

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement