Daniel Craig

Miley Cyrus-Daniel Craig: কোভিড আক্রান্ত মাইলি এবং ড্যানিয়েল, ‘ম্যাকবেথ’-এর মঞ্চায়ন বাতিল হল ‘বন্ড’-এর জন্য

সম্প্রতি মাইলি টুইট করে জানিয়েছেন কোভিড পজিটিভ হওয়ার কথা। গায়িকা লিখেছেন, ‘সারা বিশ্বে ঘুরে ঘুরে গানের অনুষ্ঠান করছি। প্রতি দিন এক লক্ষ মানুষের জন্য গান করছি। হাজার অনুরাগীর সঙ্গে দেখা করছি। কোভিড হওয়া থেকে কে আটকায়! তেমনই ঘটল। কোভিডে আক্রান্ত হয়েছি। যদিও তার জন্য কোনও আক্ষেপ নেই।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ২০:০৪
Share:
মাইলি সাইরাস এবং ড্যানিয়েল ক্রেগ

মাইলি সাইরাস এবং ড্যানিয়েল ক্রেগ

এক দিনের ব্যবধানে করোনার কবলে পড়লেন দুই হলি তারকা মাইলি সাইরাস এবং ড্যানিয়েল ক্রেগ। দু’জনের পেশাদার জীবন বিপাকে পড়ল এই রোগের প্রকোপে। গায়িকা মাইলি গ্র্যামির অনুষ্ঠানে গান গাইতে পারবেন না। অন্য দিকে ‘ম্যাকবেথ’ মঞ্চায়ন থেকে সরে যেতে হল ড্যানিয়েল ক্রেগকে।

সম্প্রতি মাইলি টুইট করে জানিয়েছেন কোভিড পজিটিভ হওয়ার কথা। গায়িকা লিখেছেন, ‘সারা বিশ্বে ঘুরে ঘুরে গানের অনুষ্ঠান করছি। প্রতি দিন এক লক্ষ মানুষের জন্য গান করছি। হাজার অনুরাগীর সঙ্গে দেখা করছি। কোভিড হওয়া থেকে কে আটকায়! তেমনই ঘটল। কোভিডে আক্রান্ত হয়েছি। যদিও তার জন্য কোনও আক্ষেপ নেই।’

Advertisement

যদিও এর ফলে গ্র্যামির অনুষ্ঠানে গান গাইতে পারবেন না মাইলি। রবিবার রাতে লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠান হবে।

অন্য দিকে আমেরিকার ‘ব্রডওয়ে থিয়েটার’-এ ‘ম্যাকবেথ’-এর মঞ্চায়ন ছিল। তার দু’ঘণ্টা আগে রিপোর্ট পান পর্দার ‘বন্ড’। বাধ্য হয়ে নাটকটি থেকে সরে আসতে হয় তাঁকে। অনুষ্ঠানের টুইটার পেজ থেকে একটি বিবৃতি জারি করা হয়।

Advertisement

যেখানে লেখা হয়, ‘ড্যানিয়েল ক্রেগ কোভিডে আক্রান্ত। তাই ‘ম্যাকবেথ’-এর দুপুরের এবং সন্ধ্যার শো বাতিল করা হল। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। কিন্তু কলাকুশলী এবং দর্শকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকিটের টাকা সবাইকে ফেরত দিয়ে দেওয়া হবে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement