বিক্রান্ত এবং দীপিকার সঙ্গে মেঘনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
‘ছপক’। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক মেঘনা গুলজার। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। সদ্য এই ছবির শুটিং শেষ করল গোটা টিম। আর শেষদিনে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেঘনা।
এ ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতী। বিক্রান্ত মাসি রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অমল। প্রধান দুই অভিনেতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মেঘনা লিখেছেন, ‘মালতী, অমল- আমার সঙ্গে বহন করব তোমাদের। বিশ্বাস রাখার জন্য, নিজেদের সম্পূর্ণ উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ।’
এই ছবির প্রসঙ্গে দীপিকা আগেই বলেছিলেন, ‘‘মেঘনার সঙ্গে পাঁচ মিনিট এটা নিয়ে কথা বলার পরই মনে হয়েছিল, ছবিটা আমি করব। কিন্তু এই চরিত্রে এত আবেগ আছে, প্রথমে আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। একটু একটু করে নিজেকে তৈরি করেছি।’’ দীপিকার ফার্স্ট লুক দেখে লক্ষ্মী শেয়ার করেছিলেন, ‘‘দীপিকার ফার্স্ট লুক ভাল লেগেছে আমার। সবচেয়ে ভাল লাগছে একজন সেলিব্রিটি এই লুকে সামনে এলেন। মেকআপে পুরো মুখটা বদলে যায়। কিন্তু তার মধ্যে থেকেও সৌন্দর্যটা খোঁজার চেষ্টা করি আমি।’’
দীপিকার প্রস্থেটিক মেকআপ করছেন ক্লোভার উটন। যিনি এর আগে ‘সঞ্জু’তে রণবীর কপূরের চেহারা পাল্টে দিয়েছিলেন। ‘পরী’তে অনুষ্কা শর্মার মেকআপও করেছিলেন ক্লোভার। দীপিকার মেকআপে ক্লোভারকে সাহায্য করছেন মুম্বইয়ের শ্রীকান্ত। চিত্রনাট্য পড়ার পরেই মেঘনার কাছ থেকে দীপিকা জানতে চেয়েছিলেন, কী করে ছবিতে নিজের চরিত্রকে তিনি আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এক জন অ্যাসিড ভিক্টিমের ঘুরে দাঁড়ানোর গল্প পর্দায় তুলে ধরা সহজ কথা নয়। কোনও রেফারেন্স পয়েন্টও ছিল না দীপিকার কাছে। মেঘনা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সাধারণের সঙ্গে বেশি করে মিশতে, তাঁদের ঘিরে থাকতে। ভুলে যেতে, যে তিনি স্টার! সেই নির্দেশ মেনে হোমওয়ার্ক করেছেন বলে জানিয়েছিলেন দীপিকা।
আরও পড়ুন, কপিলের শো-এ কেন গেলেন না? সুনীল বললেন…
A post shared by Meghna Gulzar (@meghnagulzar) on
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে। )
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।