ছেলে আকাশের সঙ্গে মনোময়।
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ২১ জুন এই প্রথম সিঙ্গল গাইছেন মনোময় ভট্টাচার্য। গানের কথা আর সুর দিয়েছেন তাঁর ছেলে আকাশ ভট্টাচার্য। ‘‘ছেলে এই গানটা লিখে শুনিয়েছিল আমায়। একটা ১৬ বছরের ছেলে যে এ ভাবে ফিরে যাওয়া সময়ের গান লিখবে, আমি ভাবতেই পারিনি। যুগের সঙ্গে তাল মিলিয়ে একটু অন্য রিদমে গাইতে চেষ্টা করেছি এবার’’ বললেন মনোময়। শ্রোতারা বরাবরই ট্র্যাডিশনাল গায়কিতেই তাঁকে শুনতে অভ্যস্ত। এবার একটু সুর বদল করলেন মনোময়। ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মের কথা ভেবেই নিজেকে ভাঙছি। আশা করি শ্রোতাদের ভাল লাগবে।’’ নতুন গানের মধ্য দিয়ে ফিরে যেতে চান তাঁর ফেলে আসা ছেলেবেলার হুটহাট বাসে চড়া, ট্রামের জানালা দিয়ে গলে যাওয়ার নানা দুষ্টুমির কাছে। বললেন, ‘‘খুব ইচ্ছে করে বাসে চড়ি, সাঁতার কাটি। সে সব আর ফিরে আসবে না।’’ নস্ট্যালজিয়ায় ভাসছেন মনোময়। আ্যালবামের নাম রেখেছেন ‘ছদ্মবেশী’। রেকর্ডিংয়ের সঙ্গে একটা মিউজিক ভিডিয়ো করার কথাও ভাবছেন তিনি। ‘‘খুব ইচ্ছে ছিল বাবার সিঙ্গলের কথা আর সুর দেওয়ার। আমি অ্যালবাম নিয়ে খুব এক্সাইটেড!’’ পরীক্ষার পড়া করতে-করতে ফোনে বললেন আকাশ। ছেলের জন্মদিনে বাবার তরফ থেকে অ্যালবামটাই সবচেয়ে বড় উপহার। ‘ছদ্মবেশী’-র ভিডিয়ো অ্যালবামে মনোময়ের ইচ্ছে ছিল ছদ্মবেশে আসার! সত্যিই অসাধ্য সাধন সম্ভব কি না সময়ই বলবে।