মনোজ বাজপেয়ী। ছবি-সংগৃহীত।
বর্তমানে কেরিয়ারের মধ্যগগনে অভিনেতা মনোজ বাজপেয়ী। আসন্ন ছবি ‘ভাইয়া জি’ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত অভিনেতা। মনোজের অভিনয় দর্শক ও সমালোচক, দুই মহলেই বহুল প্রশংসিত। কিন্তু এক সময়ে বিস্তর তির্যক মন্তব্য শুনতে হয়েছে অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব স্মৃতিই প্রকাশ্যে আনলেন মনোজ।
‘জ়ুবেইদা’ (২০০১) ছবিতে ‘মহারাজা’ চরিত্রে অভিনয় করার সময়ে চেহারা নিয়ে নানা রকম কটাক্ষের শিকার হয়েছিলেন মনোজ। অভিনেতা বলছেন, ‘‘কয়েক জন সমালোচক লিখেছিলেন, ‘ওর অভিনয় ভাল। কিন্তু চেহারায় একদমই মানায়নি। ওকে রাজকুমারের মতো দেখতে নয়।’ আমি এদের খুবই প্রগতিশীল ও উদার ভাবতাম। কিন্তু এঁরা খুবই বর্ণবিদ্বেষী ছিলেন। তার পরে আমি আমার কয়েক জন বন্ধুকে ছবিটি দেখিয়েছিলাম। ওদের জিজ্ঞাসা করেছিলাম, ‘আমার বিষয়টি কী ভাবে গ্রহণ করা উচিত?’ তারা বিষয়টিকে গুরুত্ব দিতে বারণ করে। আজ যখন সাংবাদিকরা আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, অনেকেই ‘জ়ুবেইদা’-তে আমার অভিনয়ের প্রশংসা করছিলেন।’’
এক সময়ে মনোজকে নীল ছবির তারকা হিসেবেও সম্বোধন করা হয়েছে। এই ঘটনা নিয়েও আক্ষেপ করে অভিনেতা বলছেন, ‘‘আমি সাধারণত সমালোচনার কোনও উত্তর দিই না। আমার কাছে সংবাদপত্রের এমন কিছু অংশ রয়েছে, যেখানে আমার প্রতি নিষ্ঠুর, ক্ষতিকর ও বর্ণবিদ্বেষী শব্দ ব্যবহার করা হয়েছে। আমি ‘ফারেহ্’(২০০৫) নামে একটি ছবিতে কাজ করেছিলাম। কিন্তু, ছবিটি ভাল চলেনি। তখন কেউ লিখেছিল, ‘এ বার ‘সত্য’(১৯৯৮) ছবির ‘ভিখু মাত্রে’ পর্ন তারকা হয়ে গিয়েছে’। এটা শুনে খুব আঘাত লেগেছিল। এত নোংরা কথা লেখার কারও অধিকার নেই। ছবি নিয়ে কথা বলুন। আমি কেমন কাজ করলাম, সেটা বলুন। আমি এমন কিছুই করিনি, যার জন্য এটা আমায় শুনতে হবে। তার পর থেকে আমি যা যা কাজ করেছি সেগুলোই আমার হয়ে উত্তর দিয়ে দিয়েছে।’’
‘ভাইয়া জি’ মনোজের ১০০তম ছবি। এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ২৪ মে। মনোজের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জোরাম’।