Manoj Bajpayee

পরিচালককে বলেও সুযোগ পাননি মনোজ বাজপেয়ী! শাহরুখ সেই চরিত্রে অভিনয় করেছিলেন

জীবনে একটি ছবি নিয়েই আক্ষেপ রয়ে গিয়েছে মনোজ বাজপেয়ীর। সেই চরিত্রটির সুযোগ পেয়েছিলেন শাহরুখ খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৪ ১৬:০৩
Share:

(বাঁ দিকে) মনোজ বাজপেয়ী, (ডানদিকে) শাহরুখ খান। ছবি-সংগৃহীত।

ইতিমধ্যেই ১০০টি ছবি করে ফেলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। এত বছরের অভিনয় জীবনে মাঝে কিছু ছবির কাজ ছাড়তেও হয়েছে। তবে সেই সব নিয়ে আক্ষেপ নেই তাঁর। কিন্তু একটি ছবিই ব্যতিক্রম। সঞ্জয় লীলা ভন্সালীর ‘দেবদাস’ থেকে বেরিয়ে আসার জন্য আক্ষেপ রয়েছে তাঁর। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেন অভিনেতা।

Advertisement

‘দেবদাস’ ছবিতে ‘চুণীলাল’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান মনোজ। কিন্তু তাঁর ইচ্ছে ছিল ‘দেবদাস’-এর চরিত্রে অভিনয় করার। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও চরিত্র রয়েছে, যেটি ছেড়ে দিয়ে আজ আফসোস হয়? মনোজ বলেন, ‘‘আমায় ‘দেবদাস’-এ জ্যাকি শ্রফের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়। আমি সঙ্গে সঙ্গে ‘না’ বলে দিই।’’

প্রস্তাব পেয়ে মনোজ সেই সময়ে সঞ্জয় লীলা ভন্সালীকে বলেন, ‘‘সঞ্জয়, আমি সব সময় দেবদাসের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম।’’ কিন্তু সেই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মনোজ বলছেন,‘‘ছবিটি খুবই সফল হয়েছিল। কিন্তু আমি প্রথম থেকেই ‘দেবদাস’এর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম। তবে আমার কখনও খারাপ লাগেনি এই বিষয়ে।’’

Advertisement

‘দেবদাস’-এ ‘চুণীলাল’ চরিত্রটির প্রস্তাব অভিনেতা শেখর সুমনকেও দেওয়া হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানান তিনি। ব্যস্ততার জন্য সেই চরিত্রটি হাতছাড়া হয় শেখর সুমনের। নিজের ‘টক শো’-এর জন্যই তখন ভন্সালীর ছবিতে অভিনয় করা হয়নি তাঁর।

সম্প্রতি ‘হীরামন্ডি’-তে অভিনয় করেছেন শেখর সুমন। তিনি বলেছেন, ‘‘এটা সত্যিই আমার ভাগ্য যে সঞ্জয় লীলা ভন্সালী আমায় কাজ দিয়েছেন। ‘হীরামন্ডি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি আমি। অনেক বছর আগে ‘দেবদাস’-এ ‘চুণীলাল’-এর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন তিনি। সময়ের জন্য করা হয়নি। জ্যাকি শ্রফ চরিত্রটি করেছিলেন। তবে ভন্সালীর সঙ্গে কাজ করতে না পারার আক্ষেপ ছিল। কিন্তু ‘হীরামন্ডি’-তে আমার সেই ইচ্ছে পূরণ হয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement