Entertainment News

‘বাবা বর্তমান শাসকদলের সমর্থক ছিলেন’, ভিন্‌ধর্মে বিয়ের অভিজ্ঞতা কেমন ছিল মনোজের?

এখনও পরিবারে এক দিকে মনোজ প্রত্যেক দিন হিন্দু ধর্ম মেনে পুজো করেন। অন্য দিকে, শাবানাও মেনে চলেন তাঁর ধর্ম। মা না বাবা, কার ধর্ম মেনে চলবে কন্যাসন্তান?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ২০:০৪
Share:
Manoj Bajpayee talks about his interfaith marriage and reveals his father was a liberal man but he used to support BJP

ভিন্‌ধর্মে বিয়ে নিয়ে সমস্যা ছিল মনোজের পরিবারের? ছবি: সংগৃহীত।

শুধু অভিনয়ের পেশায় নয়, ব্যক্তিগত জীবনেও সফল মনোজ বাজপেয়ী। তাঁর অভিনয় নিয়ে চর্চা বিস্তর। ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। ভিন্‌ধর্মে বিয়ে করেছিলেন মনোজ। স্ত্রীর নাম শাবানা রাজ়া। তবে এই বিয়েতে কখনওই আপত্তি জানায়নি মনোজের পরিবার।

Advertisement

অভিনেতার বাবা নাকি খুবই উদার মনের মানুষ ছিলেন। তাই নিজের কন্যাকেও সেই ভাবেই মানুষ করছেন মনোজ। বাবা না কি মা, কার ধর্ম মেনে চলবে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কন্যার হাতেই তুলে দিয়েছেন অভিনেতা। মনোজ বা তাঁর স্ত্রী, বিয়ের পরে দু’জনের কেউই ধর্ম পরিবর্তন করেননি। এখনও পরিবারে এক দিকে মনোজ প্রত্যেক দিন হিন্দু ধর্ম মেনে পুজো করেন। অন্য দিকে, শাবানাও মেনে চলেন তাঁর ধর্ম। নিজেদের ভিন্ন ধর্ম নিয়ে দু’জনের মধ্যে কোনও বিবাদ নেই বলে জানান মনোজ।

সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “আমাদের সব কিছুই খুব সহজ। মানুষের হাতেই সব। মানুষ নিজেই ঠিক করে, তারা এই ধরনের বিষয়কে প্রভাব ফেলতে দেবে কি না।” অভিনেতার স্পষ্ট বক্তব্য, তাঁর পরিবারে ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই। তাই শাবানাকে বিয়ে করা নিয়ে কোনও সমস্যাই তৈরি হয়নি।

Advertisement

অভিনেতা নিজের বাবার সম্পর্কে বলেন, “আমার বাবা খুবই আন্তরিক ও বিনয়ী মানুষ। বাবার নিজেরই বহু মুসলিম বন্ধু ছিল। আজ যে রাজনৈতিক দল দেশ চালাচ্ছে, বাবা কিন্তু তাদেরও সমর্থক ছিলেন। কিন্তু আপনি অবাক হবেন ওঁর মুসলিম বন্ধুবান্ধবের সংখ্যা শুনে। ওঁর শেষকৃত্যেও কিন্তু হিন্দু বন্ধুদের তুলনায় বেশি সংখ্যক মুসলিম বন্ধুরাই এসেছিলেন। এ সব দেখেই আসলে আমি বড় হয়েছি।”

তিনি আরও বলেন, “বাড়িতে আমার ও শাবানার মধ্যে কোনও বিবাদ নেই। কোনও লড়াই নেই। আমাদের প্রত্যেকের নিজস্ব বিশ্বাস রয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement