মনোজ বাজপেয়ী। ছবি: সংগৃহীত।
তারকারাদের নিয়ে কত ধরনের ধারণা থাকে সাধারণ মানুষের। তাঁদের তো কাছাকাছি পাওয়া যায়, না ধরাও যায় না সবটাই শোনা কথা হয়েই রয়ে যায়। যার ফলে বিভ্রান্তিও ছড়ায় অনেক সময়। ঠিক যেমনটা এ বার হল। নানা রকম গুঞ্জন-ধারণা রয়েছে অভিনেতা মনোজ বাজপেয়ীকে নিয়ে। নিজের কেরিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। কখনও তিনি ভিকু মাতরের মতো গুন্ডা, কখনও আবার তাঁকে সর্দার খানের মতো চরিত্রে দেখা গিয়েছে। আবার সেই মনোজই হয়েছেন ‘আলিগড়’ ছবির নিরীহ প্রফেসর।
অভিনেতা সব সময় বলেছেন ‘‘চরিত্র যা-ই হোক না কেন, তাঁর ভিতরে ঢুকতে চেষ্টা করি। সেই চরিত্রের সুর তাল বোঝার চেষ্টা করি। সেই কারণে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছি।’’ তবে তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দের চলতি ধারণা রয়েছে, যে কোনও দৃশ্যে অভিনয় করার আগে নাকি ভদকা শট খান মনোজ! অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির অন্দরে তাঁকে নিয়ে যা যা গুঞ্জন চলে, তা নিয়ে মুখ খোলেন মনোজ। অভিনেতা জানান, যা রটেছে তা পুরোটাই মিথ্যা। ভদকা শট নয়, তিনি আসলে হোমিওপ্যাথি ওষুধ খান। সেটাই অনেকেই ভদকার সঙ্গে গুলিয়ে ফেলেছেন। মনোজের কথায়, ‘‘এক বার সেটে এক জন জুনিয়র মেয়ে এসে আমাকে জিজ্ঞেস করে, ‘‘স্যার, আপনি নাকি প্রতি সিনের আগে ভদকা খান?’’ তখন তাঁকে বলি, আমি ভদকা নয়, হোমিওপ্যাথির ওষুধ খাই। আসলে আমার পরিশ্রমটা কারও চোখেই পড়ে না।’’
সম্প্রতি অভিনেতা ইন্ডাস্ট্রির অন্দরে পারিশ্রমিক বৈষম্য নিয়ে সরব হন। ‘ফ্যামিলি ম্যান’-এর জন্য যে পারিশ্রমিক তাঁর প্রাপ্য ছিল, তা পাননি বলেই জানান মনোজ।