Manali Dey

সন্তান নিতে ভয় মানালির! ‘কার কাছে মনের কথা কই’ সিরিয়ালের সেটের কোন ঘটনা সেই ভয়ের উৎস?

নতুন সিরিয়াল শুরু হচ্ছে মানালির। কিন্তু সিরিয়ালের সেটে এমন কী কথা হয়, যার ফলে সন্তান নিতে ভয় পাচ্ছেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৯:২১
Share:
Manali dey

মানালি দে। ছবি: সংগৃহীত।

৩ জুলাই থেকে শুরু হচ্ছে মানালি দে-র নতুন সিরিয়াল ‘কার কাছে মনের কথা কই’। পাঁচ নারীর গল্প নিয়ে তৈরি হচ্ছে এই নতুন সিরিয়াল। যার মুখ্য চরিত্রে রয়েছেন মানালি দে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র ও কুয়াশা বিশ্বাসকে। সিরিয়ালের শিমুলের চরিত্রে দেখা যাবে মানালিকে। গল্পের চিত্রনাট্য খানিকটা গতে বাঁধা। সংসারে শাশুড়ি থেকে স্বামী, কারও সময় নেই শিমুশের সখ-আহ্লাদের কথা শোনার। সেখানেই প্রতিবেশী গিন্নিরা হয়ে ওঠে শিমুলের সই, সুখ-দুঃখের সাথী। এই সিরিয়ালের প্রচারের ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে আসেন শিমুল ও তার সইরা। সেখানেই নিজের ভয়ের কথা জানালেন অভিনেত্রী।

Advertisement

এমনিতেই মেয়েরা একসঙ্গে থাকলে গল্পের শেষ থাকে না। সেখানে পাঁচটা মেয়ে একসঙ্গে। সিরিয়ালের সেটে নানা কথা হতেই থাকে। তবে তাঁর মধ্যে দু’জন আবার নতুন মা। এক জন স্নেহা, অন্য জন বাসবদত্তা। পুত্রসন্তানের মা স্নেহা এবং ছোট্ট কন্যের মা বাসবদত্তা। তাই সাজঘরে তাঁদের আলোচনা এখন আর সাংসারিক জীবনে আটকে নেই। সে সব ছাপিয়ে আলোচনায় দু’জনের সন্তানের প্রসঙ্গ বার বার উঠে আসে। এমনিতেই রচনা বন্দ্যোপাধ্যায়ের শো-তে এসে তারকারা নিজেদের মনের কথা অবলীলায় বলে থাকেন। তাই এ বার স্নেহা বলেন, ‘‘আমরা দু’জন তো ছানা নিয়ে গল্প জুড়ে দিয়েছি। আমি বাসবদত্তাকে বলি আমার ছেলেটা কী ঘুমোয়। এ মা তোমার মেয়েটা ঘুমোয় না? কী কষ্ট তোমার!’’ স্নেহাকে থামিয়ে বাসবদত্তা পাশ থেকে বলে ওঠেন, ‘‘আর এ সব শুনে মানালি ভয় পেয়ে যাচ্ছে।’’ দুই সহ-অভিনেত্রীর কথা শুনে মানালি বলেন, ‘‘আমি ঘাড় ঘুরিয়ে এক বার এ দিকে তাকাচ্ছি। তার পর ও দিকে। তার পর বলছি, বাবা রে! তোমরা আর বোলো না!’’

২০২১ সালে মা হন স্নেহা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। অন্য দিকে, ২০২২ সালে কন্যাসন্তানের মা হন বাসবদত্তা। খুব বেশি দিনের বিরতি না নিয়ে ফের কাজে ফিরলেন এই সিরিয়ালের মাধ্যমে। ২০২০ সালে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়কে বিয়ে করেন মানালি। তিন বছর পার করবেন আর কয়েক দিনের মধ্যে। তবে সন্তান প্রসঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’এর মঞ্চে আগে মানালি জানিয়েছিলেন, ‘‘একটা মেয়ে মধুচন্দ্রিমায় কোথাও যায়নি। তা হলে ফ্ল্যামিলি প্ল্যানিং হবে কী ভাবে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement