Qatar World Cup 2022

রোনাল্ডোর ছবি দিয়ে ‘মেসিই শ্রেষ্ঠ’ লিখলেন মৈনাক, কটাক্ষের শিকার অভিনেতা

মেসি বড়, না কি রোনাল্ডো? বছরের পর বছর ধরে এই নিয়ে বিতর্ক চলেই আসছে। বিশ্বকাপের অবাহ ফের এই বির্তক উস্কে নেটাগরিকদের রোষের মুখে অভিনেতা। স্পষ্ট করলেন তাঁর অবস্থান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৭:৪২
Share:

মেসি বনাম রোনাল্ডো বিতর্কে জড়িয়ে পড়লেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক্স-শৌভিক দেবনাথ

কাতারে বিশ্বকাপ। মাঠের গনগনে আঁচ ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীতে। এই ধরনের মেগা ইভেন্টে কে কার সমর্থক, তা নিয়ে বাগবিতণ্ডা খুব যে অপ্রত্যাশিত ঘটনা, তেমনটাও নয়। এ বারের বিশ্বকাপ যে ২ তারকার জন্য গুরুত্বপূর্ণ, তাঁরা হলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই প্রজন্মের ২ সেরা ফুটবলার। তাঁদের অনেক অমিল, কিন্তু মিল এক জায়গাতেই। দু’জনের কারোও ঝুলিতেই নেই বিশ্বকাপের সোনালি ট্রফি। সেটা জিততেই মরিয়া দুই দেশ পতুর্গাল ও আর্জেন্টিনা। মেসির বয়স ৩৫, ক্রিশ্চিয়ানো পা দিয়েছেন ৩৭-এ। নিঃসন্দেহে এটাই তাঁদের শেষ সুযোগ বিশ্বকাপের মাঠে। তবে যে তুলনা বহু বছর ধরে চলে আসছে, তা এই— মেসি বড় খেলোয়াড়, নাকি রোনাল্ডো। বিভিন্ন সময় এই বিতর্কে সরগরম হয়েছে খেলার মাঠ। এ বার বিশ্বকাপ চলাকলীন মেসি বনাম রোনাল্ডো বিতর্কে জড়িয়ে পড়লেন টলি-অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

গতকাল পতুর্গাল বনাম সুইত্জারল্যান্ডের ম্যাচে খেলেননি রোনাল্ডো। তাঁকে ছাড়াই ৬ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পতুর্গাল। গতকাল থেকেই সেই নিয়ে শুরু হয়েছে ফুটবল বিশেষজ্ঞদের কাটাছেঁড়া। মাঠের বাইরে রিজ়ার্ভ বেঞ্চে বসে রোনাল্ডো। এমনই এক ছবি শেয়ার করে মৈনাক লেখেন, ‘‘এর পরও আপনারা বলবেন, মেসি সেরা কি না!’’ ব্যাস রে রে করে উঠেছেন রোনাল্ডো ভক্তরা। বিপুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে মৈনাকে। কেউ রীতিমতো আক্রমণ করেছেন তাঁকে। কেউ আবার এই দুই তারকার তুলনা না টানার উপদেশ দিয়েছেন। তাতে বির্তক থামেনি।

এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে মৈনাক বলেন, ‘‘রোনাল্ডো অনেক বড় তারকা। তাতে কোনও দ্বিমত নেই। মেসি-রোনাল্ডো... এদের দেখে বড় হলাম। এদের খেলা দেখেই আনন্দ পাওয়া। ফুটবল সমষ্টিগত একটা খেলা, মানছি। কিন্তু যখন রোনাল্ডোকে কাল বসিয়ে রাখা হল, তাতে কিন্তু পতুর্গালের বিশেষ ফারাক পড়েনি। উল্টো দিকে মেসি যদি একটা ম্যাচ না খেলেন, তা হলে গোটা দলটার মনোবল ভেঙে যাবে। আমি সেই প্রসঙ্গেই এই পোস্টটা দিয়েছি।’’

Advertisement

কিন্তু বিশ্বকাপের আবহে এই ধরনের পোস্ট মানেই বির্তকে জড়ানো। জবাবে মৈনাক বলেন, ‘‘আসলে আমার ধারণা ছিল না, এত জন বাঙালি-পর্তুগিজ রয়েছে বাংলায়। ট্রোল যাঁরা করছেন, তাঁরাও খেলা উপভোগ করুন— এটাই বলব।’’

সবশেষে মৈনাকের সংযোজন, ‘‘আমার কাছে মারাদোনার পর শ্রেষ্ঠ শুধু মেসি, এর কোনও নড়চড় হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement