Madhur Bhandarkar

কঙ্গনাকে নিয়ে আবার ছবি করবেন মধুর ভাণ্ডারকর? না কি পুরোটাই গুজব

‘বাবলি বাউন্সার’ নিয়ে ফিরছেন মধুর ভাণ্ডারকর। মূল চরিত্রে তমান্না ভাটিয়া। কেন এত দিন ছবি করেননি, সে নিয়ে মুখ খুললেন পরিচালক। কঙ্গনাকে নিয়ে তাঁর ছবি করার পরিকল্পনায় আপাতত জল ঢাললেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:১২
Share:

রোম্যান্টিক ছবি ‘বাবলি বাউন্সার’ নিয়ে ফিরছেন মধুর ভাণ্ডারকর।

গত ৫ বছরে একটিও ছবি উপহার দেননি বলিউডকে। অবশেষে ফিরছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। হাতে তাঁর রোম্যান্টিক ছবি ‘বাবলি বাউন্সার’। মূল চরিত্রে অভিনয় করছেন তমান্না ভাটিয়া। লোকে বলাবলি করছে, এটিই নাকি কেরিয়ারের সেরা পারফরম্যান্স হতে চলেছে তমান্নার।

Advertisement

মধুরের শেষ ছবি ‘ইন্দু সরকার’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের শেষের দিকে। তার পর কী হল এত বছর? এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হতে জবাব দিলেন পরিচালক। বললেন, “আমি সব ধরনের ছবি বানাই। তবে ভাবনাচিন্তা করতে সময় লাগে।”

মধুর জানান, ২০১৭ সালের পর ‘বাবলি বাউন্সার’-সহ তিনটি প্রকল্প নিয়ে ভাবছিলেন। যেগুলোর চিত্রনাট্য লিখতে তিন বছর লাগল। প্রথমটি মহিলাকেন্দ্রিক ছবি। দ্বিতীয়টি জমজমাট অ্যাকশন ছবি। তার পর ‘বাবলি বাউন্সার’। পরিচালকের কথায়, “সাধারণত লোকে এক ছবি ভাবতে ভাবতে অন্য ছবিতে লাফ দেয়, তবে আমি গোটা সময়টা লেখালিখিতে মন দিতে চেয়েছি। যখন বাবলি বাউন্সার-এর গল্প শেষ হল, অভিনেতা নিয়ে ভাবনাচিন্তা করছি, সে সময় করোনা দেখা দিল। দু’বছর নষ্ট হল তাতেই। চুপচাপ বসে রইলাম আমরা। ইন্ডিয়া লকডাউন নামের একটা কাজও করেছি যদিও, খুব শীঘ্রই সেটা মুক্তি পাবে।”

Advertisement

মধুরের দাবি, এক-একটা সময় যায়, যখন সব কিছু ঢিমে তালে চলে। যেমন ধুঁকছে বলিউড। বলিউডের খারাপ সময় মানে পরিচালক, অভিনেতাদেরও খারাপ সময়। তবে। ‘আর আর আর’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘কাশ্মীর ফাইলস’-এর মতো ছবির কথাও উল্লেখ করেন মধুর। বলেন, “সিনেমার ম্যাজিক কখনও শেষ হয় না।”

মাঝখানে রব উঠেছিল, কঙ্গনা রানাউতের সঙ্গে ছবি করবেন মধুর। ‘ফ্যাশন’-এর পর আবার যৌথ সফর। সে নিয়ে প্রশ্ন করা হলে উড়িয়ে দেন পরিচালক। সাফ বলেন, “এখনই এমন কিছু হচ্ছে না। কঙ্গনা খুবই গুণী অভিনেত্রী। আমরা দেখা করি, কথা হয়। কিন্তু আমার মনোযোগ এখন শুধুই ‘বাবলি বাউন্সার’-এ। অবশ্য মাঝে রয়েছে ইন্ডিয়া লকডাউন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement