Arijit Singh

মাটির মানুষ অরিজিতের দরজায় কড়া নাড়ে বিশ্ব, যোগ্য সহধর্মিণী কোয়েলও! কী শিখছেন লোপামুদ্রা?

সম্প্রতি অরিজিৎ সিংহের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন লোপমুদ্রা মিত্র। গায়কের কথা বলতে গিয়ে টানলেন শক্তি চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। গান ও কবিতা যেন মিলে গেল অরিজিতের কারণে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৫:০৫
Share:

অরিজিৎ ও তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা জানালেন লোপামুদ্রা। ছবি: সংগৃহীত।

তিনি বিশ্বমানের শিল্পী, জগৎজোড়া খ্যাতি। তবু থাকেন মাটির কাছাকাছি। শিকড়ের টানে মুম্বই ছেড়ে আসেন জন্মভিটে জিয়াগঞ্জে। সেখানেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার। তিনি অরিজিৎ সিংহ। সাফল্য ও অর্থ নাকি মানুষের মাথা ঘুরিয়ে দেয়। কিন্তু সেখানেই সকলের থেকে আলাদা অরিজিৎ, বলছেন আর এক শিল্পী লোপামুদ্রা মিত্র। তাঁর কথায়, “আমি নিজেকে সাধারণ মনে করি, ও আমার থেকেও সাধারণ। একটা মানুষ সাফল্যের দ্বারা অর্জিত অর্থ পেলে যে ভাবে খরচ করে, ও সেই মানুষের মতো কাজটা করতে পারে। একটা অ্যাকাডেমি চালায়। হাসপাতাল খোলার ব্যবস্থা করছে। লোকে মুম্বই, দুবাই, সানফ্রান্সিকো এ সব জায়গায় গিয়ে নিজের উন্নতির চেষ্টা করে। অরিজিৎ জিয়াগঞ্জের কথা ভাবে।”

Advertisement

বছরখানেক আগে জিয়াগঞ্জে একটি অনুষ্ঠানে আলাপ। সেখান থেকে অরিজিতের সঙ্গে ব্যক্তিগত স্তরে পরিচয়। তবে লোপামুদ্রা মিত্রের গান অনেক আগে থেকেই শোনেন অরিজিৎ, আলাপের পরে সে কথা গায়িকাকে জানিয়েছিলেন। কিন্তু সেই মুহূর্তের কথোপকথন একান্তই ব্যক্তিগত। লোপার কথায়, “কিছু কথা মনে রেখে দিতে হয়। ওটা আমার স্মৃতিতেই থাক।”

রবিবার গভীর রাতে সমাজমাধ্যমে অরিজিৎ এবং তাঁর স্ত্রী কোয়েলের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন লোপামুদ্রা। যদিও সেই ছবি বছরখানেক আগের। ছবিতে তখনও অরিজিতের চুল বেশ ছোট। এখন তা অনেকটাই লম্বা। সেই ছবিতে অরিজিতের প্রতি মুগ্ধতা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন গায়িকা। যদিও কোনও বিশেষ কারণে নয়, বরং এক গভীর আবেগের জায়গা থেকেই সেই ছবি পোস্ট করেন, অন্তত তেমনই জানিয়েছেন লোপামুদ্রা। যদিও হঠাৎ কেন পুরনো ছবি উঠে এল, নিছকই স্মৃতি রোমন্থন না কি অন্য কোনও প্রেক্ষিত রয়েছে, তা জানাতে চাননি গায়িকা। লোপামুদ্রার কথায়, “আমি আসলে অরিজিতের নাম ভাঙিয়ে প্রচার চাই না।”

Advertisement

সমাজমাধ্যম খুললেই দেখা যায় অরিজিৎ কখনও স্কুটি চালিয়ে জিয়াগঞ্জে ঘুরছেন। কখনও আবার বাজারের থলে হাতে যাচ্ছেন। আবার অরিজিতের কারণেই জিয়াগঞ্জে হামেশাই লেগে থাকে বলিউড থেকে আন্তর্জাতিক মানের তারকাদের আসা-যাওয়া। এই প্রবণতা বাড়ছে। সম্প্রতি ভারতে গাইতে এসেছিলেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। দেশের বড় শহরগুলিতে অনুষ্ঠানে করে তিনি অরিজিতের সঙ্গে দেখা করতে আসেন মুশির্দাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে। এ ছাড়া অরিজিতের সঙ্গে গান তৈরি করতে বিদেশ থেকে উড়ে আসেন মার্টিন গ্যারিক্সের মতো তারকা। বলিউডের বাদশাহ থেকে অন্যদের আনাগোনা লেগেই রয়েছে। জগৎটাকে নিজের কাছে এনে ফেলেছেন অরিজিৎ। আর এ দৃশ্য দেখেই খুশি লোপামুদ্রা। শক্তি চট্টোপাধ্যায়ের লাইন ধার করে গায়িকা বলেন, “আমার কাছে আসতে বলো/ একটু ভালোবাসতে বলো/ বাহিরে নয় বাহিরে নয়/ ভিতর জলে ভাসতে বলো—/ আমায় ভালোবাসতে বলো/ ভীষণ ভালোবাসতে বলো।” এ শুধু কবিতাই নয়, লোপামুদ্রার জনপ্রিয় গানও।

শিল্পী অরিজিতের গুণের কথা সকলেই জানেন। কিন্তু স্বামী হিসাবে অরিজিৎ কেমন? কোয়েলের কাছাকাছি আসায় কি সে সব জানতে পেরেছেন লোপামুদ্রা? গায়কের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে স্বল্প কথায় তিনি বলেন, “অরিজিৎ আর কোয়েলের মন আসলে আকাশের মতো বড়।” তিনি নিজেও প্রতিনিয়ত অরিজিতের থেকে শেখেন। লোপামুদ্রা মনে করেন, এ জীবনে তিনি অনেক শিল্পী দেখেছেন। খ্যাতির ভারে মানুষের মাথা ঘুরে যেতে দেখেছেন। কিন্তু এই জায়গাতেই সকলের থেকে আলাদা অরিজিৎ। লোপামুদ্রার কথায়, “আসলে আমি এই পৃথিবীতে অনেককেই দেখলাম। এই দেশের এক নম্বর শিল্পীদের কাছ থেকে দেখেছি, কিন্তু কেউ ওঁর মতো নয়। যে ভাবে কষ্ট করে ও নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে, শুধু গান নয়, সঙ্গীতের প্রযুক্তিগত দিকটাও নখদর্পণে, তার পরও নিরহঙ্কার একটি মানুষ। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের এটা শেখা উচিত। আমাদেরও শেখা উচিত। এত ছোট বয়সে এত কিছু অর্জন করেছে। আমি বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে গর্বিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement