‘লাদাখ চলে রিকশাওয়ালা’

চালকের নাম সত্যেন, ইতিমধ্যেই তিনি নিজের রিকশা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় সস্ত্রীক ঘুরে এসেছেন, রিকশা থামার পর সে সব বেড়ানোর ছবিও দেখালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৪:৩৬
Share:

ইন্দ্রাণী চক্রবর্তী— ‘লাদাখ চলে রিকশাওয়ালা’ ছবির পরিচালক।

এক রিকশাচালককে গন্তব্য জানিয়ে রিকশায় উঠতে যাবেন ইন্দ্রাণী চক্রবর্তী, খেয়াল করলেন, চালক অন্যমনস্ক। দ্বিতীয় বার শুধোতে চালক সংবিৎ ফিরে পেয়ে বললেন, ‘‘ওহ্ হো, আপনি ডাকছিলেন না? আসলে আমি তো মনে-মনে লাদাখ পৌঁছে গিয়েছিলাম। উঠুন দিদি, উঠুন।’’

Advertisement

যেতে-যেতে ইন্দ্রাণী জানতে পারেন, চালকের নাম সত্যেন, ইতিমধ্যেই তিনি নিজের রিকশা নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় সস্ত্রীক ঘুরে এসেছেন, রিকশা থামার পর সে সব বেড়ানোর ছবিও দেখালেন। এ বারে তাঁর পরিকল্পনা লাদাখ যাওয়ার। ‘‘ছবি-করিয়ে হিসাবে এমন সুযোগ ছাড়তে পারি? সত্যেনের জার্নি-টা তো স্থিরচিত্রে আটকে রাখার বিষয় না, চলচ্চিত্রের বিষয়। অতএব ওর কথা শুনতে-শুনতেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম এ নিয়ে ছবি করার।’’ বলছিলেন ইন্দ্রাণী, ‘‘সত্যেনের মধ্যে সেই মানুষটাকে খুঁজে পেলাম যে অদম্য, অ্যাডভেঞ্চার-প্রিয়, দারিদ্রের তোয়াক্কা করে না। এমন একটা মানুষের কথা সকলকে জানানোর জন্যেই তো ছবি করা।’’

ছবির নাম ‘লাদাখ চলে রিকশাওয়ালা’, ফিল্মস ডিভিশন-এর প্রযোজনা, এ বারের জাতীয় পুরস্কারে অকাহিনিমূলক বিভাগে ‘এক্সপ্লোরেশন/ অ্যাডভেঞ্চার’ ফিল্ম হিসাবে সেরা-র শিরোপা পেয়েছে। ইন্দ্রাণী অবশ্য দেশের বাইরেও স্বীকৃতি পেয়েছেন নিজের আগের ছবিগুলির জন্যে, উল্লেখ্য— ডেসটিনি, স্টোরি অব দ্য উইচ, একটি ছোট ছবি।

Advertisement

অারও পড়ুন : লন্ডনে পার্টি করছেন সুহানা, সঙ্গে কে?

গত ৪ জুন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ় আয়োজিত এ বারের জাতীয় সম্মানপ্রাপ্ত শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেখানো হল তাঁর এই নতুন ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement