Kriti Sanon

সিনেমাহল না সস্তার হোটেল? ছাদে উঠে কৃতির ‘ঠুমকেশ্বরী’ নাচ দেখে কটাক্ষের ঝড়

সিনেমাহলের বাইরে তখন দর্শকের ঢল। কার্নিশের গুপ্ত ঢাকা খুলে সিনেমাহলের মাথায় উঠে গেলেন কৃতি। কোনও প্রস্তুতি ছাড়াই মনের আনন্দে নেচে উঠলেন ‘ঠুমকেশ্বরী’-র ছন্দে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৭:৩৮
Share:

মনের আনন্দে কৃতি নেচে উঠলেন ‘ঠুমকেশ্বরী’-র ছন্দে ছবি:ইনস্টাগ্রাম

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যানন। তাই বলে তাঁর যে এমন প্রতিভাও ছিল, দেখে হাঁ দর্শক। সিনামহলের ছাদে উঠে নেচে সবাইকে চমকে দিলেন তিনি।

Advertisement

শনিবার ‘ভেড়িয়া’-র প্রথম গান ‘থুমকেশ্বরী’ মুক্তি পেয়েছে। সেই উপলক্ষে মুম্বইয়ের জনপ্রিয় প্রেক্ষাগৃহ গেইটি গ্যালাক্সি-তে এক বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন কৃতি আর তাঁর সহ-অভিনেতা বরুণ ধাওয়ান। সিনেমাহলের বাইরে তখন দর্শকের ঢল। কার্নিশের গুপ্ত ঢাকা খুলে সিনেমাহলের মাথায় উঠে গেলেন কৃতি। কোনও প্রস্তুতি ছাড়াই মনের আনন্দে নেচে উঠলেন ‘ঠুমকেশ্বরী’-র ছন্দে। সেই ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। “এ সব বাড়াবাড়ি নয়?” প্রশ্ন করলেন অনেকেই। আবার কেউ কেউ বিদ্রূপ করে বললেন, “আরে এ যে মুম্বইয়ের নতুন স্পাইডার-ওম্যান!” কেউ আবার অশালীন ইঙ্গিত পেলেন অভিনেত্রীর নাচে। মন্তব্য করলেন, “নাচের মুজরো নাকি?” এক জন বললেন, “হঠাৎ মনে হল সস্তার হোটেলে এসে পড়েছি!” কৃতির সেই মূর্তি অনেকেই ভাল চোখে নিতে পারলেন না। যদিও অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিলেন। বললেন, “কৃতি সব পারেন।”

ভয় আর কৌতুকের মিশেলে নির্মিত ছবি ‘ভেড়িয়া’ নিয়ে কৌতূহল ছিলই। প্রথম গান ‘ঠুমকেশ্বরী’ মুক্তি পাওয়ার পর আরও আগ্রহী হয়ে পড়েছেন দর্শকরা। অতিথি চরিত্রে শ্রদ্ধা কপূর। তিনিও যে ফিরছেন ‘স্ত্রী’-র সিক্যুয়েলে, সেই আভাসে উচ্ছ্বসিত অনুরাগীরা।

Advertisement

আগামী ২৫ নভেম্বর হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘ভেড়িয়া’। থ্রিডি শো-ও উপভোগ করতে পারবেন দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement