১৯৯৩ সালে জন্ম হাইসুর। কোরিয়ান সঙ্গীতই ছিল হাইসুর পড়াশোনার বিষয়। ছবি: সংগৃহীত।
মাত্র ২৯ বছরেই প্রয়াত কোরিয়ান পপ তারকা। হোটেলের ঘর থেকে উদ্ধার গায়িকা হাইসুর ঝুলন্ত দেহ। গায়িকার দেহের পাশে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। যদিও গায়িকার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে ঘটনাটি ঘটে যাওয়ার দু'দিন পরে। ২০ মে জেওলাবুক-ডোর ওয়ানজু গুন-এ গোয়ানজুমিয়ন পিপলস ডে-র অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই এই অঘটন।
হাইসু দক্ষিণ কোরিয়ার ট্রট ধারার গায়িকা, সেই দেশে এই ধারা অত্যন্ত জনপ্রিয়। ১৯৯৩ সালে জন্ম হাইসুর। কোরিয়ান সঙ্গীতই ছিল হাইসুর পড়াশোনার বিষয়। একটি বিশেষ ধরনের স্টাইলে গাইতেন তিনি যার নাম ‘পানসোরি স্টাইল’। অনেকটা গাথাকাব্যের ধাঁচে গাওয়া হয় এই গান। গানের জগতে গত চার বছরে নাম করেন এই গায়িকা। তবে সাফল্যের স্বাদ বেশি দিন উপভোগ করতে পারলেন না হাইসু। ২০১৯ সালে তাঁর একক অ্যালবাম 'মাই লাইফ, মি' দিয়ে আত্মপ্রকাশ করেন। তিনি গেয়ো স্টেজ, হ্যাঙ্গআউট উইথ ইও, এবং দ্য ট্রট শো-তে অংশগ্রহণ করার পর থেকে পরিচিত মুখ হয়ে ওঠেন। পাশপাশি, সঙ্গীতশিল্পী হিসাবে দক্ষতার প্রমাণও রেখেছিলেন। হাইসুর মৃতদেহের পাশে যে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতে কী লেখা রয়েছে তা প্রকাশ্যে আনেনি পুলিশ। এমনকি, গোপন রাখা হচ্ছে গায়িকার পরিবার-পরিজনের পরিচয়ও।