ভিকি কৌশল। ইনসেটে ভিকির ঘড়ি। ছবি-ইনস্টাগ্রাম।
সেলেবদের শখের কোনও শেষ নেই। ডিজাইনার লেহেঙ্গা, ডেসটিনেশন ওয়েডিং...একের পর এক লেগেই আছে। এই কিছু দিন আগেও নীতা অম্বানীর ২ কোটি ৬ লাখের ব্যাগের কথা শুনে চোখ কপালে উঠেছিল অনেকের। একটা হ্যান্ড ব্যাগের দাম এত! বিশ্বাসই হচ্ছিল না নেটিজেনদের। দাম হবে নাই বা কেন বলুন তো? সেই ব্যাগ কুমিরের চামড়া দিয়ে তৈরি। শুধু কুমিরের চামড়া দিয়েই নয়, ১৮ ক্যারাটের সোনার পাশাপাশি ওই ব্যাগে বসানো ছিল ২৪০টি হিরে। এ বার ভিকি কৌশলের ঘড়ির দাম শুনে উত্তাল সোশ্যাল মিডিয়া।
এমনিতে ভিকিকে নিয়ে টিনেজারদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তার মধ্যে যদি ভিকির হাত ঘড়ির দাম একটি এসইউভি গাড়ির সমান হয়, তা হলে তা নিয়ে আগ্রহ আরও কয়েকগুণ হতে বাধ্য।
কত বলুন তো ভিকির ওই একটি মাত্র হাতঘড়ির দাম? এক লাখ অথবা দু’লাখ নয়। পাক্কা ২২ লক্ষ ৮০ হাজার টাকা। তবেই ভাবুন! এই টাকায় একটা নামী কোম্পানির বড় চার চাকা চলে আসার কথা!
আরও পড়ুন-‘সেক্স রিহ্যাবে যান’, #মিটু বিতর্কে আবারও অনু মালিককে এক হাত দিলেন সোনা
সম্প্রতি ইনস্টাগ্রামে ভিকির ওই ঘড়ি পরা লুক প্রকাশ পেয়েছে। কালো ব্লেজার, জিপড সোয়েটশার্ট আর হাতে ঘড়ি...সব মিলিয়ে পিকচার পারফেক্ট। ঘড়িটি ‘বুলগারি’ কোম্পানির। তাতে আবার ১৮ ক্যারাট গোল্ড কেসও রয়েছে।
ঘড়ি পরা ভিকি
A post shared by Man's World India Magazine (@mansworldindia) on
মুম্বইয়ের ঘিঞ্জি জায়গা চাওল-এ বেড়ে ওঠা ভিকি কৌশলের। বাবা হিন্দি সিনেমার স্টান্টম্যান। পরে সুযোগ পেয়েছেন অ্যাকশন-দৃশ্য পরিচালনা করারও। মা ঘর সামলান। ভিকি ও তার ভাইয়ের বেড়ে ওঠা স্কুল, সিনেমা দেখা আর পাড়ার ক্রিকেটকে সঙ্গে নিয়েই। ভিকির ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনেতা হবেন। মানব কউলের ‘লাল পেন্সিল’ দিয়ে শুরু করে ‘মাসান’, ‘রাজি’, ‘উরি’...ঝুলিতে একের পর এক হিট, এসেছে জাতীয় পুরস্কারও। অপরিসর গলিতে বড় হয়ে ওঠা ছেলেটির কাছে ২২ লাখের ঘড়ি কেনা আজ ‘খুব বড় ব্যাপার’ নয়।
আরও পড়ুন-একটা সুযোগ দিয়ে দেখুন, ভাল লাগলে হাততালি দেবেন, না হলে গালাগালি: টোটা