Khawkuto

জমে ক্ষীর ‘সৌগুন’ রসায়ন, ‘মোহর’ পিছিয়ে চতুর্থ

চলতি সপ্তাহে ১০.৬ পেয়ে ‘মোহর’ পিছিয়ে চতুর্থ। ‘যমুনা ঢাকি’র সংগ্রহে ৯.৫ পয়েন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৭:৫৬
Share:

ধারাবাহিকতা ধরে রেখে এই সপ্তাহেও প্রথম সৌজন্য-গুনগুনের সমীকরণ।

বিয়েবাড়ি মানেই মেগা রেটিংয়ের শীর্ষে। ‘মোহর’ তাই-ই ঘটিয়েছিল। সেই পথে হাঁটছে এ বার ‘খড়কুটো’-ও। ধারাবাহিকতা ধরে রেখে এই সপ্তাহেও প্রথম সৌজন্য-গুনগুনের সমীকরণ। স্টার জলসার এই ধারাবাহিকের ঝুলিতে ১১.৩ পয়েন্ট। ইংরেজ সাহেবদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘করুণাময়ী রাণী রাসমণি’। পেয়েছে ১১ পয়েন্ট। ১০.৯ পেয়ে তৃতীয় ‘কৃষ্ণকলি’।

Advertisement

চলতি সপ্তাহে ১০.৬ পেয়ে ‘মোহর’ পিছিয়ে চতুর্থ। ‘যমুনা ঢাকি’র সংগ্রহে ৯.৫ পয়েন্ট। রেটিং চার্টে পঞ্চম এই ধারাবাহিক। চার্টে নতুন সংযোজন ‘অপরাজিতা অপু’।

এ সপ্তাহে ৭০৪ পেয়ে প্রথম জি বাংলা। ৬৯০ পেয়ে দ্বিতীয় স্টার জলসা।

Advertisement

বাকিরা কে কোথায়? চোখ রাখুন রেটিং চার্টে—

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement