টুইটারে প্রথম কেটি পেরি

দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জাস্টিন বিবার ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরেই রয়েছেন টেলর সুইফ্ট, রিহানা, এলেন ডিজেনারেস। টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার আছে এমন দশ জনের তালিকা তৈরি করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ১২:৪০
Share:

কেটি পেরি

টুইটারে প্রথম দশ কোটি ফলোয়ারের রেকর্ড গড়লেন পপ তারকা কেটি পেরি। টুইটারে হাতেখড়ি সেই ২০০৯ সালে। বার্লিনে বেড়াতে গিয়ে প্রথম টুইট করেন। তার পর থেকেই টুইটারে বরাবর সক্রিয় ছিলেন তিনি। কেটির প্রথম হওয়ার কারণও যথেষ্ট আছে। ভক্তদের সঙ্গে রীতিমত কথোপকথন চালান তিনি। তাঁদের যে কোনও পোস্ট রিটুইট করেন। এমন সেলিব্রিটির ফলোয়ার সংখ্যা যে বাড়বে তাতে সন্দেহ নেই।

Advertisement

দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জাস্টিন বিবার ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরেই রয়েছেন টেলর সুইফ্ট, রিহানা, এলেন ডিজেনারেস। টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার আছে এমন দশ জনের তালিকা তৈরি করা হয়েছে। যার মধ্যে পাঁচ জন মহিলা, তিন জন পুরুষ আর দু’টি ব্র্যান্ড।

টেলর সুইফ্ট

Advertisement

ভারতীয় তারকারা যতই নিজেদের ফলোয়ার নিয়ে মাতামাতি করুন না কেন, প্রথম দশে কোনও ভারতীয়ের নামই নেই! টুইটারে ভারতীয়দের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বের নিরিখে তাঁর স্থান ৩৫। দু’টি নম্বরের জন্য তাঁকে মাত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্থান ৩৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement