katrina kaif

Vicky-Katrina: ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, সুঠাম ভিকিকে আশ্লেষে জড়িয়ে স্ত্রী ক্যাটরিনা! উল্লসিত অনুরাগীরা

রাজস্থানের দুর্গে জমকালো বিয়ের দেদার ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। মাঝে ক'দিন দেখা নেই। কিছু দিন আগের মধুচন্দ্রিমায় অল্পস্বল্প ছবি দেন ভিকি-ক্যাটরিনা। ফের সব চুপ। অতঃপর শনিবার সাতসকালেই বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী। যা দেখে উত্তাল নেটমাধ্যম! 
 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১২:১৪
Share:

প্রেমে হাবুডুবু নবদম্পতি!

ছবি তো নয়! একমুঠো আগুন যেন! তারই আঁচে সকাল সকাল পুড়ল নেটমাধ্যম! সৌজন্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। সুইমিং পুলের জলে ভেজা নবদম্পতির উষ্ণ ছবিতে উত্তাল অনুরাগী মহল!

ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ভিকির। খোলামেলা পোশাকে ভিজে সারা ক্যাট-ও। আদরে, সোহাগে তো বটেই, তীব্র আশ্লেষে জড়িয়ে স্বামীর শরীর। যেন গোটা দুনিয়াকে জোর গলায় জানান দেওয়া, 'চারপাশে অনন্ত উত্তাপ ছড়ানো এ মানুষটি শুধু আমারই'!

Advertisement

ক্যাপশনেও তো ঠিক তা-ই লিখেছেন ভিকির ঘরনি! 'আমি এবং আমার'!

রাজস্থানের দুর্গে জমকালো বিয়ের দেদার ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টাগ্রামে। মাঝে ক'দিন দেখা নেই। কিছু দিন আগের মধুচন্দ্রিমায় অল্পস্বল্প ছবি দেন ভিকি-ক্যাটরিনা। ফের সব চুপ। অতঃপর শনিবার সাতসকালেই ইনস্টাগ্রামে বোমা ফাটিয়েছেন সিক্তবসনা সুন্দরী।

তার পরে যা হওয়ার তা-ই! অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছে ইনস্টাগ্রাম। ‘সবুরে মেওয়া ফলে’ কি একেই বলে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement