Pahalgam terror Attack

‘কাশ্মীর ফাইল্‌স’ ছবিতে যা দেখানো হল, তা-ই বাস্তবে ঘটল’, ক্ষোভ উগরে দিলেন দর্শন কুমার

‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবিতে যা দেখানো হয়েছে, সেটাই বাস্তবে দেখা খুব যন্ত্রণাদায়ক। মত দর্শনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৭
Share:
Kashmir Files actor Darshan Kumar is heartbroken for the Pahalgam incident

‘‘কাশ্মীর ফাইল্‌স’’-এর দর্শন কুমার মুখ খুললেন। ছবি: সংগৃহীত।

ফের রক্তাক্ত পহেলগাঁও। মঙ্গলবার জঙ্গি হামলার পরে ত্রস্ত গোটা দেশ। এই পরিস্থিতিতে বার বার উঠে আসছে ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির প্রসঙ্গ। এই ছবি নিয়েও এক সময়ে বিতর্ক হয়েছে বিস্তর। এ বার সেই ছবির অভিনেতা দর্শন কুমার পহেলগাঁও নিয়ে মুখ খুললেন। পহেলগাঁও-এর ঘটনায় তিনিও আতঙ্কিত।

Advertisement

‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবিতে যা দেখানো হয়েছে, সেটা বাস্তবে ঘটতে দেখা খুব যন্ত্রণাদায়ক, মত দর্শনের। পহেলগাঁও-এ গুলি চালানোর আগে ধর্ম পরিচয় জানতে চেয়েছিল জঙ্গিরা। এই প্রসঙ্গে দর্শন বলেছেন, “পহেলগাঁও-এর ঘটনা শুনে আমি ভেঙে পড়েছি। অত্যন্ত আহত হয়েছি। ঘটনার ভিডিয়োগুলি দেখার শক্তি পর্যন্ত নেই আমার মধ্যে। খুবই যন্ত্রণাদায়ক। নিরীহ পর্যটকেরা পরিবার ও সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন মাত্র। তাঁরা ভেবেছিলেন, ভাল স্মৃতি তৈরি করবেন।”

তিনি আরও বলেন, “মুহূর্তের মধ্যে, সন্ত্রাসবাদীরা এই নিরীহ মানুষগুলির প্রাণ কেড়ে নিল। বিধ্বংসী বললেও কম বলা হবে।” ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির শুটিং করতে কাশ্মীরে গিয়েছিলেন দর্শন কুমার। সেই সময়ে কাশ্মীরের স্থানীয় মানুষ সহযোগিতা করেছিলেন বলে জানান তিনি। দর্শন বলেন, “ওদের দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়তে চলেছে। ওঁরা শান্তি, অগ্রগতি আর সুনিশ্চিত একটি ভবিষ্যৎ চান। এই হামলা কিন্তু কেবল নিরীহ মানুষের উপরে নয়। এই হামলা কাশ্মীরের মানুষ ও তাঁদের শান্তির উপরেও প্রভাবে ফেলবে। কাশ্মীর উন্নত হতে শুরু করেছিল। কিন্তু এই ঘটনা আবার অন্ধকার নিয়ে এল। তাই আমি মনে করি, দেশ হিসেবে এই সন্ত্রাসের বিরুদ্ধে এক হওয়া উচিত আমাদের।”

Advertisement

এর পরেই ‘দ্য ‘কাশ্মীর ফাইল্‌স’ ছবি সম্পর্কে তিনি বলেন, “কাশ্মীরের মানুষের প্রতিবাদে সরব হওয়া উচিত। সন্তানের ভবিষ্যতের জন্য সন্ত্রাসের বিরোধিতা করা উচিত। ছবিতে আমরা এমনই হৃদয়বিদারক ঘটনা দেখিয়েছিলাম। বাস্তবে এমন ঘটনার পুনরাবৃত্তি দেখে সত্যি খারাপ লাগছে। যথেষ্ট হয়েছে। এ বার এর প্রতিবাদ করতে হবে। কাশ্মীরে শান্তি ও মানবতাবাদকে সুরক্ষিত করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement