মনের মানুষ

মনের মানুষ খুঁজতে গিয়ে রবীন্দ্রনাথে ফেরা। যে কথা কয়, কিন্তু দেখা দেয় না! এ যেমন এক বাউলের পদ, তেমনই কোথাও রবীন্দ্রনাথের গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ০১:০০
Share:

মনের মানুষ খুঁজতে গিয়ে রবীন্দ্রনাথে ফেরা। যে কথা কয়, কিন্তু দেখা দেয় না! এ যেমন এক বাউলের পদ, তেমনই কোথাও রবীন্দ্রনাথের গান ‘মাঝে মাঝে তব দেখা পাই’। রবীন্দ্রনাথের ছিল অসীমের টান। আর বাউল অচেনাকে জানার মধ্যেই সীমা পেরিয়ে চলে। এই দুই ভাবাদর্শ এসে মিলে গেছে দুইয়ের গানে।

Advertisement

বাউলের রবি না কি রবির বাউল? আজও সেই খোঁজ চলছে মনে-মনে, গানে-গানে। বিখ্যাত লোকশিল্পী কার্তিক দাস বাউল যেমন লোকগান গাইবেন তেমনই ‘যাযাবর’ ব্যান্ডের শুভম গাইবেন রবীন্দ্রনাথের গান । এ আর রহমানের সঙ্গে কাজ করার পরে আবার মাটির কাছে ফিরছেন কার্তিক দাস বাউল।

রবীন্দ্রনাথের ‘ভালবেসে সখী নিভৃত যতনে’-র সঙ্গে থাকবে বাউলের ‘কিছু দিন মনে মনে’। কখনও আবার ‘তোমার খোলা হাওয়া’-র সঙ্গে মিলে যাবে বাউলের ‘নদীভরা ঢেউ’। চারটে গানের এই অ্যালবামের দায়িত্বে আছেন শুভায়ু, গৌতম, শমীক। আজ থেকে রেকর্ডিং শুরু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement