Kartik Aaryan

লভ রঞ্জনের ছবি হাতছাড়া, শেষমেশ বিশেষ চরিত্রই ভরসা কার্তিকের?

‘শেহজ়াদা’ মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। লভ রঞ্জনের পরের ছবিতেও নেই তাঁর ঘরের ছেলে। শেষমেশ বিশেষ চরিত্রেই পর্দায় ফিরছেন কার্তিক আরিয়ান?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৬:৩৫
Share:
Photograph of Kartik Aaryan.

ব্যর্থ ‘শেহজ়াদা’, লভ রঞ্জনের ছবিতে বিশেষ চরিত্রে ফিরছেন কার্তিক? ছবি: সংগৃহীত।

বছরের শুরু ফ্লপ ছবি দিয়ে। ছবির প্রচারে কোনও খামতি না রাখলেও দর্শকের মন জয় করতে পারেনি ‘শেহজ়াদা’। বক্স অফিসেও ব্যবসার পরিসংখ্যান একেবারেই আশাব্যঞ্জক নয়। সমালোচকদের কাছে মেলেনি প্রশংসা। সব মিলিয়ে নতুন বছরটা খুব একটা ভাল ভাবে শুরু হয়নি কার্তিক আরিয়ানের। গত বছরই ‘তারকা’ তকমা পেয়েছেন অভিনেতা। তার পরের বছরেই এই অবস্থা। অন্য দিকে, যে পরিচালকের হাত ধরে বলিউডে পরিচিতি পেয়েছেন কার্তিক, তাঁর পরের ছবিতেও নায়কের ভূমিকায় নেই তিনি। মার্চ মাসেই মুক্তি পেতে চলেছে লভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবি। ছবিতে নায়কের চরিত্রে রণবীর কপূর, তাঁর বিপরীতে শ্রদ্ধা কপূর। খবর, ছবিতে নায়কের ভূমিকায় না থাকলেও এক বিশেষ চরিত্রে দেখা যেতে চলেছে কার্তিক আরিয়ানকে।

Advertisement
Photograph of Kartik Aaryan and Luv Ranjan.

‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কার্তিককে। ছবি: সংগৃহীত।

লভ রঞ্জনের ‘পেয়ার কা পঞ্চনামা’ ও ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ছবির হাত ধরে বলিউডে পরিচিতি পান কার্তিক আরিয়ান। তার পরে ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবিতে সোনু চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন কার্তিক। তার পরে আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। ‘লুকা ছুপি’, ‘ভুল ভুলাইয়া ২’-এর মতো ছবিতে কাজ করেছেন কার্তিক। দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে তাঁর কাজ। এমনকি, ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পরে এই প্রজন্মের ‘তারকা’ তকমাও পেয়েছেন অভিনেতা। তার পরেই ব্যর্থ ‘শেহজ়াদা’। ব্যর্থতার পর আবার লভ রঞ্জনের গতে বাঁধা ফর্মুলা ছবিতে ফিরতে চান কার্তিক।

শোনা যাচ্ছে, ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। নায়কের ভূমিকায় না থাকলেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন কার্তিক। লভের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন তিনি। সেই দিক থেকে লভের ঘরের ছেলে কার্তিক। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির ট্রেলার দেখার পর অনেকেই বলেছিলেন, এমন চরিত্রে রণবীরের থেকে কার্তিককেই বেশি ভাল লাগত। ছবিতে মুখ্য চরিত্রে না হয় না-ই রইলেন, অন্তত বিশেষ চরিত্রে তাঁর ঝলক দেখা যাবে— এই খবরে উচ্ছ্বসিত কার্তিকের অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement