Kartik Aaryan

‘ভুলভুলাইয়া ৩’ মুক্তির পর সিদ্ধিবিনায়ক মন্দিরে কার্তিক, কী করলেন তরুণী অনুরাগীর জন্য?

নিজের ছবিমুক্তির দিনই কার্তিক আশীর্বাদ নিতে যান সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে গিয়ে তরুণীর বিশেষ আবদার মেটালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ২০:৪৪
Share:

কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

১ নভেম্বর মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের ছবি ‘ভুলভুলাইয়া ৩’। গত কয়েক দিন ধরেই ছবির প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। এমনিতেই মহিলা মহলে কার্তিকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও অনুরাগী দরদি বলে খ্যাতি রয়েছে তাঁর। ছবি তোলা হোক কিংবা স্বাক্ষর দেওয়া, সব সময় অনুরাগীদের দাবি দাওয়া হাসি মুখে মেটান অভিনেতা। এ বার নিজের ছবিমুক্তির দিন কার্তিক আশীর্বাদ নিতে যান সিদ্ধিবিনায়ক মন্দিরে। সেখানে গিয়ে তরুণী অনুরাগীর জন্য কী করলেন অভিনেতা?

Advertisement

এ বার মুম্বইয়ে এক তরুণী দীর্ঘ ক্ষণ অপেক্ষা করেছিলেন নিজের জন্মদিনের কেক কাটবেন কার্তিকের সঙ্গে সেই আশায়। অনুরাগীকে ফেরাননি কার্তিক। তাঁর জন্মদিনের কেক কেটে নিজের হাতে খাইয়ে দেন অভিনেতা। গাড়িতে ওঠার আগে তরুণীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি কার্তিক।

দেশের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ছবির প্রচার করেছেন কার্তিক। প্রতি বার দেখা গিয়েছে কার্তিকের জন্য গলা ফাটিয়েছেন মহিলা অনুরাগীরা। আট থেকে আশি প্রায় সব বয়সের মহিলাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন এই প্রজন্মের নায়ক কার্তিক। সম্প্রতি কলকাতায় এসেছিলেন অভিনেতা। কালীঘাট মন্দিরে পুজো দেন। এছাড়াও একটি স্কুলে যান। তার পর শহরের এক রেস্তরাঁয় গিয়েছিলেন ছবির প্রচারে। সেখানে অভিনেতার সঙ্গে দেখা করতে ছুটে আসেন এক তরুণী। অভিনেতার একটি স্বাক্ষর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement