Zahan Kapoor

Zahan Kapoor: বলিউডে আত্মপ্রকাশ করবেন করিনা কপূর খানের ভাই

হনসল মেহতা পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন জাহান। তার সঙ্গে থাকবেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ২৩:০১
Share:
জাহান কপূর।

জাহান কপূর।

বলিউডে অব্যাহত কপূর পরিবারের রাজত্ব। এ বার শশী কপূরের নাতি এবং করিনা কপূর খানের তুতো ভাই জাহান কপূর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

হনসল মেহতা পরিচালিত ক্রাইম-থ্রিলার ঘরানার ছবিতে অভিনয় করবেন জাহান। তাঁর সঙ্গে থাকবেন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। পরিচালক ইনস্টাগ্রামে জাহান এবং আদিত্যর সঙ্গে কাজের কথা ঘোষণা করেছেন। দুই তরুণ অভিনেতার সাদা-কালো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘জাহান কপূর এবং আদিত্য কপূরের সঙ্গে আমার নতুন ছবিতে কাজ করে গর্ব অনুভব করছি।’ এই ছবির জন্য নতুন মুখ চেয়েছিলেন নির্মাতারা। খোঁজ চালানোর পর অভিনয় দক্ষতার ভিত্তিতে জাহান এবং আদিত্যকে বেছে নেওয়া হয়।

Advertisement

ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন অনুভব সিংহ, টি সিরিজ এবং মহান ফিল্মস। গত মাস থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement