ব্রহ্মাস্ত্রের কারণে রাতের ঘুম উড়ে গিয়েছিল কর্ণের। ছবি: সংগৃহীত
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের কেরিয়ারের বহুল প্রতীক্ষিত ছবি ছিল ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির পর এই ছবি বক্স অফিসে বেশ ভাল ফল করেছিল। ইতিমধ্যেই ছবিটিকে নিয়ে ‘ট্রিলজি’র ঘোষণা করেছেন পরিচালক। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ছবি মুক্তির আগে রাতের ঘুম উড়ে গিয়েছিল ছবির প্রযোজক কর্ণ জোহরের। রোজ রাতে ওষুধ খেতে হত তাঁকে। সম্প্রতি সে কথাই জানিয়েছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার।
কর্ণের সঙ্গে অয়নের দীর্ঘ দিনের সম্পর্ক। ‘ওয়েক আপ সিড’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বক্স অফিস কাঁপানো ছবির পরিচালক তিনি। দর্শকের সামনে নিজের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-কে নিয়ে আসবেন ইচ্ছে অয়নের। তখন বলিউডের টালমাটাল অবস্থা। একাধিক ছবি চলেনি, কথায় কথায় সমাজমাধ্যমে উঠছে বয়কট রব। এ দিকে ছবির বাজেট প্রায় ৪০০ কোটির কাছাকাছি! প্রতি মুহূর্তে কর্ণের শঙ্কা ছিল, এই পরিমাণ খরচ উঠবে তো?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কর্ণ জোহর বলেন, ‘‘ব্রহ্মাস্ত্র মুক্তির আগে নিদ্রাহীন রাত কাটাতাম। আসলে বিশাল বড় ঝুঁকি নিয়েছিলাম। এত বড় মাপের একটা ছবি বানানো পাগালামোর থেকে কম কিছু নয়। প্রতি রাতে ওষুধ খেয়ে ঘুমোতে যেতাম। ভীতি থেকেই মনের মধ্যে মারাত্মক চাপ তৈরি হয়েছিল।’’ প্রসঙ্গত, আগামী বছর মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় ভাগ।