Kangana Ranaut

‘কী বোকা আমি’, ঊর্মিলার ৩কোটির ফ্ল্যাট নিয়ে কটাক্ষ কঙ্গনার

বলিউডের দুই প্রজন্মের নায়িকার এই বিতণ্ডার সূত্রপাত গত সেপ্টেম্বর মাস থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৮:২৪
Share:

বলিউডের দুই প্রজন্মের নায়িকার এই বিতণ্ডার সূত্রপাত গত সেপ্টেম্বর মাস থেকে।

শিবসেনা দলে যোগ দেওয়ার পর মুম্বইতে তিন কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন ঊর্মিলা মাতণ্ডকর। এমনটাই দাবি করছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ঊর্মিলাকে খোঁচা দেওয়ার এমন সুযোগ হাতছাড়া করেননি কঙ্গনা রানাউত।

একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ঊর্মিলার ফ্ল্যাট কেনার খবর টুইটারে শেয়ার করে কঙ্গনা লিখলেন, ‘আমি নিজের পরিশ্রমের টাকায় যে বাড়িটি তৈরি করেছিলাম, সেটা বিজেপি ভেঙে দিচ্ছে। বিজেপিকে খুশি করতে আমার বিরুদ্ধে শুধু ২৫-৩০টি কেস হয়েছে। আপনার মতো কংগ্রেসকে খুশি করলে ভাল হত। কী বোকা না আমি’? টুইটে শিবসেনা নেত্রীকে ট্যাগ করতেও ভোলেননি ইন্ডাস্ট্রিতে বিজেপি ঘনিষ্ঠ বলে পরিচিত কঙ্গনা।

বলিউডের দুই প্রজন্মের নায়িকার এই বিতণ্ডার সূত্রপাত গত সেপ্টেম্বর মাস থেকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক বিতর্কে অকারণে বলিউডকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে জয়া বচ্চন সংসদে অভিযোগ করলে তাঁকে পাল্টা আক্রমণ করেন কঙ্গনা। যে ভাষায় তিনি জয়াকে আক্রমণ করেছিলেন, তার কড়া নিন্দা করেছিলেন ঊর্মিলা। তাঁর বক্তব্য, “কঙ্গনার রাজ্য হিমাচল প্রদেশ মাদক সেবনের আখড়া। তাঁর উচিৎ আগে সেই সমস্যার সমাধান করা।” এরপর টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ঊর্মিলাকে ‘সফট পর্ণ অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন কঙ্গনা।

Advertisement

এ ভাবে বেশ কয়েকদিন বাকযুদ্ধ চলার পর অবশেষে তা থামে। কিন্তু কঙ্গনার এই টুইট কি জন্ম দেবে নতুন বিতর্কের? আগের বারের মতো এ বারও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কি পাল্টা জবাব দেবেন ঊর্মিলা? প্রশ্ন অনেক। উত্তর সময় দেবে।

আরও পড়ুন: তাঁর ‘ছোট্ট খরগোশ’-এর ছবি পোস্ট করলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায়

Advertisement

দ্বিতীয় পক্ষের সদ্যোজাতর নাম রাখবেন প্রথম পক্ষের মেয়ে, জানালেন অভিনেতা-সাংসদ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement