(বাঁ দিকে) অঙ্কিতা লোখান্ডে (ডান দিকে) কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।
বলিউড নিয়ে মন্তব্য করে বার বার খবরের শিরোনামে উঠে আসেন তিনি। যদিও বিনোদন দুনিয়ার সঙ্গে গত কয়েক বছরে দূরত্ব বেড়েছে তাঁর। রাজনীতিতেই মাটি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করে যাচ্ছেন। অভিনয়ও করেছেন আর এক অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া জয়া জয়ললিতার চরিত্রে। তার পর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। বহুবার তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন আমিষ-নিরামিষ খাদ্যাভ্যাস সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করে। কঙ্গনা বার বার তীব্র আক্রমণ করেছেন আমিষাশীদের। এ বার সমাজমাধ্যমে ভাইরাল কঙ্গনা ভিডিয়ো অভিনেত্রী কণ্ঠে মদ্যপানের প্রসঙ্গ।
ঘটনাটা ২০১৯ সালের। সেই সময়ও তেমন ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হননি কঙ্গনা। যদিও বলিউড নিয়ে বিষোদ্বাগার করতে শুরু করে দিয়েছিলেন ততদিনে। করোনাকালের পর থেকেই সক্রিয় ভাবে রাজনৈতিক মন্তব্য করতে শুরু করেন কঙ্গনা। শেষে ভারতীয় জনতার পার্টি সাংসদ হয়েছেন তিনি। বছর পাঁচেক আগে নিজের ছবি ‘মণিকর্ণিকা’র প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা। পাশে সহ-অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অঙ্কিতার। ‘মণিকর্ণিকা’র প্রচার চলার সময়ই অভিনেত্রীর জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা জানতে চাইলেন কঙ্গনা বলেন, ‘‘আশা করছি মানালিতে যাব সবাই মিলে। সেখানে গিয়ে আমরা মদ খাব, প্রচুর আনন্দ করব।’’ কঙ্গনার কথা শুনে হাসেন অঙ্কিতা। গত কয়েক বছর ধরে মুম্বই ছেড়ে পাকাপাকি ভাবে মানালিতেই থাকছেন কঙ্গনা। সেখানেই বাড়ি করেছেন অভিনেত্রী। এখন আবার সাংসদের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।