প্রাক্তন স্বামীর সমর্থনে মুখ খুললেন কল্কি। —ফাইল চিত্র।
যৌন হেনস্থার অভিযোগে একে একে তাঁর সমর্থনে এগিয়ে আসতে শুরু করেছে বলিউড। এ বার প্রাক্তন স্ত্রী কল্কি কেঁকলার কাছ থেকেও ক্লিনচিট পেলেন পরিচালক অনুরাগ কশ্যপ। অনুরাগের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে শুধু মিথ্যে বলে উড়িয়েই দিলেন না তিনি, সেই সঙ্গে জানিয়ে দিলেন, কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনে বরাবর নারীর সম্মানের জন্য লড়াই করে এসেছেন অনুরাগ।
অনুরাগের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি অংশ। সেই পরিস্থিতিতেই সোমবার অনুরাগের উদ্দেশে খোলা চিঠি প্রকাশ করেন কল্কি। তাতে তিনি লেখেন, ‘‘প্রিয় অনুরাগ, সোশ্যাল মিডিয়ার এই সার্কাসে প্রভাবিত হয়ো না। নিজের চিত্রনাট্যে নারী স্বাধীনতার জন্য লড়াই করেছ তুমি। কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনেও নারীর সম্মান রক্ষা করে গিয়েছ। আমি নিজে তার সাক্ষী। ব্যক্তিগত এবং পেশাদার জীবনে আমাকে নিজের সমকক্ষই ভেবেছ তুমি।’’
কল্কি আরও লেখেন, ‘‘বিবাহ বিচ্ছেদের পরও আমার সম্মানের জন্য রুখে দাঁড়িয়েছিলে তুমি। সম্পর্কে জড়ানোর আগেও, কাজের জায়গায় যখন নিরাপত্তাহীনতা বোধ করেছি, আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি। এটা একটা আশ্চর্য সময়, যেখানে পরস্পরকে অপমান করে চলেছি আমরা। মিথ্যে অভিযোগ এনেও পার পেয়ে যাচ্ছে অনেকে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ঘৃণ্য। এতে পরিবার, বন্ধুত্ব এবং সর্বোপরি দেশের ক্ষতি হচ্ছে।’’
A post shared by Kalki (@kalkikanmani) on
কল্কির ইনস্টাগ্রাম পোস্ট।
আরও পড়ুন: পায়েল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন রিচা চাড্ডা
এত কিছুর মধ্যেও অনুরাগকে সসম্মানে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন কল্কি। তাঁর কথায়, ‘‘সোশ্যাল মিডিয়ায় হানাহানির ঊর্ধ্বেও একটা সম্মানজনক জগৎ রয়েছে, যেখানে নিজের চারপাশের মানুষের চাহিদার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। কেউ গুরুত্ব না দিলেও পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো উচিত। আমি জানি, সেই জগৎটা তোমার চেনা। নিজের সম্মান ধরে রাখো। মন শক্ত করো এবং নিজের কাজ চালিয়ে যাও। প্রাক্তন স্ত্রীর তরফে তোমার জন্য ভালবাসা রইল।’’
আরও পড়ুন: সুশান্ত কাণ্ডে মাদক যোগ, জেরা করা হতে পারে সারা-শ্রদ্ধাকেও
তবে শুধু কল্কিই নন, অনুরাগের প্রথম স্ত্রী আরতি বাজাজও ইতিমধ্যেই তাঁর সমর্থনে মুখ খুলেছেন। আরতির অভিযোগ, অনুরাগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এ রকম ন্যক্কারজনক ঘটনা এর আগে কখনও দেখেননি তিনি। তবে যতই বাধা-বিপত্তি আসুক, অনুরাগকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনিও।