kalachasma

কালাচশমা গানটির গীতিকার আসলে এক পঞ্জাবি পুলিশ কনস্টেবল

ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্র অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে। বক্স অফিসে সে ভাবে কামাল দেখাতে পারেনি ছবিটি। কিন্তু এই ছবির ‘কালা চশমা’ গানটিতে মেতেছে আসমুদ্র হিমাচল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৬
Share:

ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্র অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি সদ্য মুক্তি পেয়েছে। বক্স অফিসে সে ভাবে কামাল দেখাতে পারেনি ছবিটি। কিন্তু এই ছবির ‘কালা চশমা’ গানটিতে মেতেছে আসমুদ্র হিমাচল। ডিস্কোথেক থেকে পাড়ার পানের দোকান, সর্বত্রই ‘কালা চশমা’র রমরমা। দেশের রেডিও স্টেশনগুলির গান বাজানোর তালিকার একেবারে শীর্ষেও রয়েছে এই গানটি। ‘কালাচশমা’র তালে তালে ক্যাটরিনার নাচে মজেছে গোটা দেশ। কিন্তু এই হিট গানের গীতিকার সম্পর্কে কত মানুষ জানেন? গীতিকার তেমন কোনও কেউকেটা নন, তাই হয়তো সে ভাবে প্রচারের আলো পড়েনি তাঁর উপর।

Advertisement

গীতিকারের নাম অমৃক সিংহ শেরা। বাড়ি জলন্ধরের এক প্রত্যন্ত গ্রামে। পঞ্জাবের কপূরথলার হেড কনস্টেবল তিনি। তাঁর যখন পনেরো বছর বয়স, তখন নাকি তিনি এই গানটি লিখেছিলেন। কিন্তু এই গানটির গীতিকার হিসেবে তাঁর যেটুকু সম্মান প্রাপ্য ছিল, তা নাকি পাননি অমৃক। এমনটাই অভিযোগ তাঁর। গানটির জন্য যেখানে কোটি কোটি টাকা মুনাফা লুঠছে প্রযোজকরা, সেখানে অমৃক সিংহের ভাগ্যে জুটেছে মাত্র ১১ হাজার টাকা আর কিছু মিথ্যা কথা!

আরও পড়ুন: অ্যাবস দেখিয়ে চমকে দিলেন ক্যাটরিনা

Advertisement

তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই গানটি যে সিনেমাতে ব্যবহার করা হবে, তা নাকি তাঁর অজানা ছিল। তাঁকে বলা হয়েছিল এই গানটি একটি সিমেন্ট কোম্পানির উদ্বোধনে ব্যবহার করা হবে। কিন্তু এক বন্ধুর ফোন পেয়ে আকাশ থেকে পড়েন তিনি। অমৃকের কথায়-‘আমার এক বন্ধু ফোনে জানান, কালাচশমা গানটি বিভিন্ন চ্যানেলে বাজছে। আমি জানতামই না আমার লেখা গানটি সিনেমাতে ব্যবহার করা হবে।’

এখানেই শেষ নয়। ‘বার বার দেখো’-র মিউজিক লঞ্চ এলাহি ভাবে হলেও, সেখানে ডাকা হয়নি অমৃক সিংহকে। আক্ষেপের সুরে এই কথা জানানোর পর তাঁর আর্জি-‘আমি শুধু মুম্বই যেতে চাই। আর চাই পঞ্জাবের অখ্যাত গ্রামের এক বাসিন্দা কালাচশমা গানটি লিখেছেন তা সবাই জানুক।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement