Kajal Aggarwal

kajal Aggarwal: আমি তোমায় শেখাব কী, তুমি এসেই মাকে এত কিছু শেখালে! সদ্যোজাত ছেলেকে কাজলের চিঠি

১৮ এপ্রিল কাজল এবং তাঁর স্বামী গৌতম কিচলুর কোল আলো করে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান নীল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৬:১৩
Share:
ছেলে কোলে প্রথম ছবি দিলেন কাজল

ছেলে কোলে প্রথম ছবি দিলেন কাজল

প্রথম বার মা হওয়ার আনন্দ বলে বোঝানো যায় না। তাই মাতৃদিবস এক অর্থে সন্তান-গরিমারও দিন। এই দিনেই সদ্যোজাত শিশুপুত্রের প্রথম ছবি প্রকাশ করলেন দক্ষিণী অভিনেত্রী কাজল অগ্রবাল। তারকা-সন্তান নীল কিচলুর প্রথম ঝলক দেখে উচ্ছ্বসিত সকলেই। শুভেচ্ছাবার্তা ভরে উঠল নেটদুনিয়ায়।

গত ১৮ এপ্রিল কাজল এবং তাঁর স্বামী গৌতম কিচলুর কোল আলো করে জন্ম নিয়েছে তাঁদের প্রথম সন্তান নীল। তার পর পায়ে পায়ে এসে পড়ল মাতৃদিবস। ছেলে কোলে প্রথম ছবি দিলেন কাজল। সঙ্গে একটি হৃদয়গ্রাহী দীর্ঘ বার্তায় ভাগ করে নিলেন প্রথম বার মা হওয়ার অনুভূতি।

Advertisement

সদ্যোজাত নীলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, 'আমার ছোট্ট সোনা, তুমি জান না তুমি আমার কতখানি! যে মুহূর্তে আমি তোমাকে কোলে নিয়েছি, তোমার ছোট্ট হাতের তালু নিজের হাতে নিয়েছি, তোমার উষ্ণ শ্বাস অনুভব করেছি আমি বদলে গিয়েছি অন্য মানুষে। সামনের বছরগুলিতে আমি তোমাকে অনেক কিছু শেখানোর চেষ্টা করব। সাধ্যমতো বড় করে তুলব। কিন্তু তার আগে তুমিই যে আমায় কত কিছু শিখিয়ে দিলে, তার সীমা নেই!'

অভিনেত্রী আরও বলেন, মা হওয়া যে কষ্টের, সে কথা তিনি জানতেন। কিন্তু সেই অনুভূতি যে এত আনন্দের, এত গর্বের, তা মা না হলে বুঝতেন না।

Advertisement

মাতৃদিবসে প্রথম মাতৃত্বের স্বাদেই মশগুল কাজল। ছেলেকে ঘিরে একাধিক আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। রয়েছে গোটা পরিবার। সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন স্নেহ-বাৎসল্যের উচ্ছ্বাস।

৭ বছর প্রিয় বন্ধু ছিলেন দু'জনে। তার পর শেষ ৩ বছর চুটিয়ে প্রেম করে ২০২০ সালের ৩০ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাজল আগরওয়াল এবং গৌতম কিচলু। সেই বিয়ে ছিল স্বপ্নের মতো। ২০২২ এর নতুন বছরে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন কাজল। আর তার পরই দম্পতি স্বাগত জানান তাঁদের নীলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement