সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রজনীকান্তের নতুন ছবি ‘কালা’ মুক্তি পেল না কর্নাটকে।
কাবেরীর জলবন্টন নিয়ে মন্তব্য করে গত মাসে কন্নড় সংগঠনগুলির ক্ষোভের মুখে পড়েছেন রজনীকান্ত। যার জেরে প্রথম থেকেই কর্নাটকে ‘কালা’র ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে। ‘কালা’র মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করে ফিল্ম চেম্বার অব কমার্স। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সে আবেদন খারিজ করে মঙ্গলবার শীর্ষ আদালত বলে, ‘‘সারা দেশ ছবিটির জন্য অপেক্ষা করছে। আমরা এর মুক্তিতে বাধা দিতে পারি না।’’ তার পরেও বৃহস্পতিবার থালাইভার ছবি মুক্তিই পেল না কর্নাটকে।
রাজনীতিতে পা দেওয়ার পর ‘কালা’ রজনীকান্তের প্রথম ছবি। দু’বছর বাদে রজনী পর্দায় ফেরায় ভক্তদের প্রত্যাশা ছিল তুঙ্গে। চেন্নাই হাইকোর্টও জানায়, কেউ যদি হলে গিয়ে ছবিটি দেখতে চান, তবে তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। কোর্টের নির্দেশ মানার আশ্বাস দেয় রাজ্যও। এ দিকে বেঙ্গালুরুতে ‘কালা’ মুক্তির দাবিতে সকাল থেকে বালাজি থিয়েটারের বাইরে জমায়েত করেন রজনীকান্তের ভক্তরা। এই ছবিকে ঘিরে রজনী ভক্তদের একাংশের উন্মাদনা তুঙ্গেই রয়েছে। সিঙ্গাপুর থেকে ফেসবুকে ছবির সরাসরি সম্প্রচার করে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। গত মাসে কর্নাটকে সরকার বদলের সময় রজনী বলেন, ‘‘যে সরকারই ক্ষমতায় আসুক, কর্নাটকের উচিত তামিলনাড়ুকে কাবেরীর জল সরবরাহ করা।’’ এই মন্তব্য ঘিরেই জটিলতা। ছবির পরিচালক পা রাজীত বলেছেন, ‘‘প্রত্যেকের কথা বলার নিজস্ব পরিসর রয়েছে। অনেক খারাপ ছবি মুক্তি পাচ্ছে। ‘কালা’-র মতো একটি ছবি নিষিদ্ধ হওয়া দুখঃজনক।’’ এর আগেও কাবেরীর জলবণ্টন নিয়ে অভিনেতা সত্যরাজ মুখ খোলায় ‘বাহুবলী ২’র মুক্তি নিয়ে সমস্যা হয়।