সালটা ২০০৭। ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঠিক ন’দিন পর আন্তর্জাতিক মঞ্চে আরও একটি খেতাব জিতেছিল ভারত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১২ জন অনূর্ধ্ব চোদ্দো বছরের আদিবাসী কিশোরের দল মাত্র চার মাসের প্রশিক্ষণে লন্ডনে জিতেছিল আন্তর্জাতিক স্কুল রাগবি টুর্নামেন্টের কাপ। ‘জঙ্গল ক্রোস’ নামে ওই অচেনা দলটিকে বড় পরদায় নিয়ে আসতে চলেছেন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। ২০০৩ সালে সত্যি ঘটনার আধারে ‘এসকেপ ফ্রম তালিবান’ ছবিটি তাঁর পরিচালিত। ছবিতে ১২ জন কিশোরের ভূমিকায় ছ’জন শিশুশিল্পী ও ছ’জন রাগবি খেলোয়ারকে দেখা যাবে। শিশুশিল্পীদের মধ্যে আছে ‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত আয়ুশ মহেশ খদ্দর, ‘আই অ্যাম কালাম’ খ্যাত হর্ষ মায়ার, ‘ভূতনাথ রিটার্নস’-এর পার্থ। ওই দলের কোচ ছিলেন শৈলেন টুডু। যাঁর ভূমিকায় বিবেক ওবেরয়। ‘জঙ্গল ক্রোস’-এর ইংলিশ রাগবি অ্যাসোসিয়েশনের কোচ পল ওয়ালশের ভূমিকায় রয়েছেন জিম সর্ভ। পরিচালকের কথায়, ‘‘স্পোর্টস ড্রামা এখন হিন্দিতে হচ্ছে। তবে সেই ছবিগুলির চরিত্র বেশ পরিণত। আমার ছবির ছেলেগুলো কিন্তু অপরিণত। ওদের সারল্যটাই আমি ছবিতে তুলে ধরতে চাইছি।’’