রাজেশ খন্নাকে নিয়ে নাসিরুদ্দিন শাহের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এ বার মুখ খুললেন বলিউডের গীতিকার তথা কাহিনীকার জাভেদ আখতার। রীতিমতো আক্রমণাত্মক মেজাজে জাভেদ বলেন, ‘‘কোনও মানুষের সাফল্যই দেখতে পারেন না নাসিরুদ্দিন। আমি কখনও ওঁর মুখে কোনও সফল মানুষের প্রশংসা শুনিনি। দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন-সকলেরই নিন্দা করেন।’’ সম্প্রতি বেঙ্গালুরু কবিতা উৎসবে গিয়ে চাঁচাছোলা ভাষায় নাসিরকে কটাক্ষ করেন জাভেজ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে অভিনেতা রাজেশ খন্নাকে অত্যন্ত সাধারণ মানের অভিনেতা বলে সমালোচনা করেন নাসিরউদ্দিন। তিনি বলেছিলেন, সাতের দশকের বলিউড বা হিন্দি ছবিগুলো খুবই মাঝারি মানের। সেই সময়ই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন রাজেশ খন্না। তাই খুব সহজেই সাফল্য পেয়ে যান রাজেশ। নাসিরের দাবি, রাজেশ বাস্তবে একজন অত্যন্ত সাধারণ মানের অভিনেতা ছিলেন। তাঁর অনেক সীমাবদ্ধতাও ছিল।
এই বক্তব্যের জন্য পরে টুইঙ্কল খন্না ওবং ডিম্পল কাপাডিয়ার তোপের মুখেও পরতে হয় নাসিরকে। যদিও পরে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।