Entertainment News

শর্ট ড্রেস পরে ট্রোলিংয়ের মুখে জাহ্নবী!

সম্প্রতি জিম থেকে বেরনোর সময় পাপারাত্‌জিরা ফ্রেমবন্দি করেন জাহ্নবীকে। যেখানে শর্ট ড্রেস পরেছিলেন তিনি। আর তা সোশ্যাল ওয়ালে ভাইরাল হতেই ট্রোলিং শুরু হয়ে যায় জাহ্নবীকে নিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৬:৪৪
Share:

জাহ্নবী কপূর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন মুখ জাহ্নবী কপূর। ‘ধড়ক’ তাঁর ডেবিউ ফিল্ম। কিন্তু অভিনেত্রী সত্তার বাইরেও শ্রীদেবীর মেয়ে হিসেবে তাঁর পরিচিতি অনেক বেশি। ইন্ডাস্ট্রির ভালটাই বেশি দেখেছেন জাহ্নবী। এ বার খারাপটাও দেখতে হল তাঁকে।

Advertisement

সম্প্রতি জিম থেকে বেরনোর সময় পাপারাত্‌জিরা ফ্রেমবন্দি করেন জাহ্নবীকে। যেখানে শর্ট ড্রেস পরেছিলেন তিনি। আর তা সোশ্যাল ওয়ালে ভাইরাল হতেই ট্রোলিং শুরু হয়ে যায় জাহ্নবীকে নিয়ে।

কেন ছোট পোশাক পরেছেন জাহ্নবী? তা নিয়ে ওয়েব ওয়ালে প্রবল সমালোচনা শুরু হয়। অবশ্য একই সময়ে জাহ্নবীর পক্ষ নিয়েও সওয়াল শুরু করেন সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ। যে কোনও ধরনের পোশাক পরার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, এই যুক্তি দেন অনেকেই। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি জাহ্নবী।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

তবে জাহ্নবী প্রথম নন। দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখের মতো বহু নায়িকাকে পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। কখনও নায়িকাদের পরনে ছিল বিকিনি, কখনও বা অন্য কোনও ছোট পোশাক। সব মিলিয়ে যাঁরা ট্রোল করছেন, তাঁদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন বলি মহলের একটা বড় অংশ।

আরও পড়ুন, ‘বেশ করেছে সংসদের সামনে ছবি তুলেছে’, মিমি-নুসরতকে সমর্থন স্বস্তিকার

#janhvikapoor

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement