Sukesh Chandrasekhar on Elon Musk

কারাবাস থেকে চিঠি ইলন মাস্ককে! কত বিনিয়োগ করতে চান জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ?

ইলনকে ‘মাই ম্যান’ বলে সম্বোধন করেন সুকেশ। খোলা চিঠিতে ইলনের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৪
Share:
Jacqueline Fernandez’s rumoured boyfriend Sukesh Chandrasekhar wrote an open letter to Elon Mask

জ্যাকলিনের প্রেমিক খোলা চিঠি পাঠালেন ইলন মাস্ককে। ছবি: সংগৃহীত।

কারাবাসে থেকেই মাঝে মধ্যে উজাড় করে দেন মনের কথা। চর্চিত প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজ়কে একের পর এক চিঠি পাঠান আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। এ বার তিনি চিঠি লিখলেন আমেরিকার সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান ইলন মাস্ককে। তিহাড় জেল থেকে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার বিনিয়োগ করার প্রস্তাব পাঠালেন ইলনের কাছে।

Advertisement

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে খোলা চিঠি লিখেছেন জ্যাকলিনের চর্চিত প্রেমিক। সেই চিঠিতেই তিনি বিনিয়োগ করার ইচ্ছে প্রকাশ করেছেন। ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন। বাকি ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।

চিঠিতে সুকেশ লিখেছেন, “হেলো ইলন, গর্ব করে বলছি, আমি অবিলম্বে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই আপনার সংস্থা ‘এক্স’-এ। পরের বছর আরও এক বিলিয়ন বিনিয়োগ করতে চাই। মোট ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই।”

Advertisement

ইলনকে ‘মাই ম্যান’ বলেও সম্বোধন করেন সুকেশ। খোলা চিঠিতে ইলনের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। জীবনের বহু ক্ষেত্রে তাঁর দ্বারা অনুপ্রাণিত বলেও দাবি করেছেন তিনি। সুকেশের কথায়, “ইলন, আপনি এমন একজন, যাঁর দ্বারা আমি সত্যিই অনুপ্রাণিত। আপনি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। যা যা অর্জন করেছেন এবং তৈরি করেছেন, তা অসাধারণ। আপনার কাজের জগতের সামান্য অংশে যোগ দিতে পারলে আমার কাছে তার চেয়ে বড় কিছু হবে না।”

কিছু দিন আগে প্রেম দিবসে জ্যাকলিনকেও চমকে দিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর। প্রেম দিবস উপলক্ষে অভিনেত্রীকে একটি উড়োজাহাজ উপহার দিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement