Jacqueline Fernandez

২০০ কোটি টাকার তছরুপ মামলায় সোমে দিল্লি পুলিশে হাজিরা দিচ্ছেন না অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

পূর্বনির্ধারিত কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন অভিনেত্রী জ্যাকলিন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই খবর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:৩৫
Share:

জ্যাকলিন ফার্নান্ডেজ ফাইল চিত্র।

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সোমবার দিল্লি পুলিশের কাছে হাজিরা দিচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। পূর্বনির্ধারিত কাজ থাকায় হাজিরা দিতে পারবেন না বলে দিল্লি পুলিশকে জানিয়েছেন অভিনেত্রী। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনই খবর।

Advertisement

মন্দির মার্গে দিল্লি পুলিশের ‘ইকোনমিক অফেন্সেস উইং’ (ইওডব্লিউ)-এর সদর দফতরে সোমবার যে তিনি হাজিরা দিতে পারবেন না, তা ইমেল মারফত জানিয়েছেন জ্যাকলিন। এ খবর নিশ্চিত করেছেন এক পুলিশ আধিকারিক। সংবাদ সংস্থাকে ওই আধিকারিক বলেছেন, ‘‘এই ঘটনার তদন্তে আমরা জ্যাকলিনকে নতুন করে তলব করব। শীঘ্রই তলবের দিন ঠিক করা হবে।’’

এই কেলেঙ্কারির মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বর্তমানে দিল্লির জেলে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে ১০টিরও বেশি অপরাধের মামলা রয়েছে। ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫.৭১ কোটি টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দেন, তা পুরোটাই বেআইনি টাকায় কিনে ছিলেন অভিযুক্ত। ইডির দায়ের করা চার্জশিটটি বিবেচনা করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসাবে সাব্যস্ত করেছে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট।

Advertisement

জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার ও তাঁকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী।এই ঘটনায় দিল্লি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বলিপাড়ার আরেক অভিনেত্রী নোরা ফতেহি। সুকেশের অপরাধের ঘটনা সম্পর্কে তিনি কিছু জানতেন না বলে দাবি করেছেন নোরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement