নেপালে ভূকম্প পীড়িতদের পাশে জ্যাকি চ্যান

২৫ এপ্রিল ২০১৫। ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠেছিল নেপাল। এর পর ছোট্ট দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় নাম লেখালেন হংকংয়ের মার্শাল আর্ট স্পেশালিস্ট তথা কমেডি-অ্যাকশন হিরো জ্যাকি চ্যান। নেপালের রেড ক্রস সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে জ্যাকি পাঁচ হাজার ‘রিলিফ কিট’ তুলে দেন সংস্থার হাতে। ভূমিকম্পে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থেই ওই কিটগুলো দিয়েছেন ‘রাশ আওয়ার’-এর অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০০
Share:

২৫ এপ্রিল ২০১৫। ভয়াবহ ভূকম্পনে কেঁপে উঠেছিল নেপাল। এর পর ছোট্ট দেশটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এ বার সেই তালিকায় নাম লেখালেন হংকংয়ের মার্শাল আর্ট স্পেশালিস্ট তথা কমেডি-অ্যাকশন হিরো জ্যাকি চ্যান। নেপালের রেড ক্রস সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে জ্যাকি পাঁচ হাজার ‘রিলিফ কিট’ তুলে দেন সংস্থার হাতে। ভূমিকম্পে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থেই ওই কিটগুলো দিয়েছেন ‘রাশ আওয়ার’-এর অভিনেতা। কাঠমান্ডুর কাছেই ললিতপুর জেলা ঘুরেও দেখেন জ্যাকি। পরিশেষে তাঁকে এই কাজের সুযোগ করে দেওয়ার জন্য রেড ক্রসকে ধন্যবাদ জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement