প্রত্যেক বিবাহিতাকেই কোনও না কোনও সময় প্রশ্নটা শুনতে হয়। আপনি কি সন্তানসম্ভবা? বিদ্যা বালনও তার ব্যতিক্রম নন। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিক থেকে বেরোতে দেখা গিয়েছিল বিদ্যাকে। তারপরই এই জল্পনা আরও দৃঢ় হয়। প্রশ্ন করা হলে বিদ্যার সটান জবাব, ‘‘এটা খুব বিরক্তিকর। আমি তো অন্য কোনও কারণেও চিকিত্সকের কাছে যেতে পারি। আর বিয়ের পর মেয়েরা চিকিত্সকের কাছে গেলেই কেন এটা নিয়ে ফিসফাস শুরু হবে?’’
আরও পড়ুন, হোলির সাহসী ফটোশুটে পুনম
বিদ্যা আরও জানান, এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তাঁর এবং তাঁর স্বামী সিদ্ধার্থর। তাঁরাই কেবল এটা নিয়ে আলোচনা করতে পারেন। কিন্তু আমাদের সমাজ তেমন নয়। প্রতিবেশী বা আত্মীয়রাও এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন। এটা একেবারেই ঠিক নয়। বিদ্যা শেয়ার করেছেন, ‘‘আমার বিয়ের দিন এক কাকা বলেছিলেন এর পরের বার যখন তোদের সঙ্গে দেখা হবে তখন যেন তিনজনকে দেখতে পাই। তখনও আমাদের হনিমুনের প্ল্যানও হয়নি। হেসে উড়িয়ে দিয়েছিলাম কথাটা। আরে আমি তো সন্তান তৈরির যন্ত্র নই। আর যে ভাবে জনসংখ্যা বাড়ছে, তাতে কারও যদি সন্তান নাও হয় তা হলেই বা সমস্যা কী।’’