Twarita Chatterjee

‘জগদ্ধাত্রী’র জীবনে আসবে ঝড়! নতুন ধারাবাহিকে ধূসর চরিত্রে ত্বরিতা?

কয়েক মাস পর ধারাবাহিকে ফিরছেন ত্বরিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন ধরনের চরিত্রে তাঁকে দেখতে অভ্যস্ত দর্শক। এই মেগাতে ঠিক কেমন ভাবে ধরা দিতে চলেছেন অভিনেত্রী?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৫
Share:

আবারও ধূসর চরিত্রে ত্বরিতা?

মাত্র তিন মাসের বিরতি। আবারও রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন। নতুন ধারাবাহিকে নতুন ভাবে আসতে চলেছেন অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। সেখানেই নায়কের দিদির চরিত্রে দেখা যাবে তাঁকে। যে কোনও ধারাবাহিক মানেই সেখানে তিন জনের গুরুত্ব থাকে। প্রথম নায়ক, নায়িকা। তার পর খলনায়িকা বা খলনায়ক। এই ধারাবাহিকে কি নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

Advertisement

ব্লু’জ প্রোডাকশনের আগের ধারাবাহিক ‘হৃদয়হরণ বি এ পাশ’-এ নেতিবাচক চরিত্রে ত্বরিতাকে দেখেছিলেন দর্শক। সেই ধারাই এ বারও বজায় থাকতে চলেছে? সূত্র বলছে এ বারেও নাকি ধূসর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।

এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় ত্বরিতার সঙ্গে। তিনি বলেন, “ধূসর চরিত্র কি না, এত সহজে খোলসা করতে পারব না। তবে আমি খুবই উত্তেজিত এই নতুন কাজ নিয়ে। ভাল না খারাপ, দর্শক ধীরে ধীরে জানতে পারবেন, তবে এই চরিত্রে অনেক রং রয়েছে।”

Advertisement

এর আগে ত্বরিতাকে দর্শক দেখেছেন ‘কড়িখেলা’ ধারাবাহিকে। আপাতত নতুন ধারাবাহিকেই মন দিতে চান অভিনেত্রী। পুজোর পর শুরু করবেন নতুন কাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement