Entertainment News

ফিল্মে নগ্নতা কি থাকা উচিত? মুখ খুললেন রাধিকা

ইন্ডাস্ট্রিতে রাধিকা ঠোঁটকাটা বলে পরিচিত। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। ‘পার্চড’ নিয়ে প্রবল সমালোচনা সামলাতে হয়েছে তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৭ ১৪:৪১
Share:

ফটোশুটে রাধিকা। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

নগ্নতার সঙ্গে ফিল্মের সম্পর্ক ঠিক কতটা? এ প্রশ্ন নতুন নয়।

Advertisement

নগ্নতা কি আদৌ ফ্রেমবন্দি করা উচিত? এ নিয়ে বহু তর্ক হয়েছে। হয়েছে বহু আলচনা। এ বার এ নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে। কয়েক মাস আগে ‘পার্চড’ ছবিতে যাঁর নগ্নতা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন, সম্পর্ক হোক বা ট্রাম্প— খোলামেলা সাক্ষাত্কারে আলিয়া

Advertisement

সম্প্রতি এক সাক্ষাত্কারে রাধিকা বললেন, ‘‘ফিল্মে নগ্নতা অবশ্যই মেনে নেওয়া যায় তখনই যখন চিত্রনাট্য দাবি করে। আসলে উদ্দেশ্যটা সঠিক হতে হবে। যদি এমন হয় যে, শুধুমাত্র বিনোদনের জন্য মহিলারা নগ্ন হয়ে নাচছেন, সেটা মেনে নেওয়া যায় না। পুরোটাই নির্ভর করছে নগ্নতাকে কী ভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর।’’

ইন্ডাস্ট্রিতে রাধিকা ঠোঁটকাটা বলে পরিচিত। স্পষ্ট কথা বলতে ভালবাসেন। ‘পার্চড’ নিয়ে প্রবল সমালোচনা সামলাতে হয়েছে তাঁকে। তাঁর মতে, ‘‘পার্চড নিয়ে কী কী হয়েছে সবটা জানি আমি। আমাদের দেশে সিনেমা একটা বড় ইস্যু। মানুষের ইমোশন জড়িয়ে থাকে এতে। কিন্তু কোন পরিপ্রেক্ষিতে নগ্নতাকে ব্যবহার করা হচ্ছে সেটা খেয়াল রাখা উচিত।’’ ভারতীয় দর্শক যথেষ্ট পরিণত বলেই মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুন, ‘রইস’ দেখে কী বলল আব্রাম?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement